মিশন নির্মল বাংলা প্রকল্পে টাকা জমা দিয়েও মেলেনি শৌচাগার, আন্দোলনে গ্রামবাসীরা

মিশন নির্মল বাংলা প্রকল্পে টাকা জমা দিয়েও মেলেনি শৌচাগার, আন্দোলনে গ্রামবাসীরা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর,১৩ই সেপ্টেম্বর : মিশন নির্মল বাংলা প্রকল্পে বাড়ি বাড়ি শৌচাগার নির্মানের টাকা জমা দিয়েও কাজ না হওয়ায় আন্দোলনে নামল গ্রামবাসীরা।পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের ৪ নং কুঁয়াপুর গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে শৌচাগার নির্মানের টাকা আত্মসাৎ এর অভিযোগে শুক্রবার সকালে পঞ্চায়েত অফিসে তালা লাগিয়ে অবস্থান বিক্ষোভে সামিল হন এলাকার মানুষ। এদিন সকাল দশটা থেকে প্ল্যাকার্ড হাতে ও গোটা পঞ্চায়েত দপ্তরে প্ল্যাকার্ড সাঁটিয়ে অবস্থান বিক্ষোভ শুরু হয়। অবস্থান বিক্ষোভে সামিল ওই পঞ্চায়েত এলাকার মহিলারা। ব্লক প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শৌচাগার নির্মানের আশ্বাস না দেওয়া পর্যন্ত অবস্থান বিক্ষোভ চলবে বলে জানায় বিক্ষোভকারীরা।

পঞ্চায়েত অফিসে তালা দেওয়ায় ব্যাহত হয় পঞ্চায়েত অফিসের কাজ। বাড়িতে শৌচাগার না থাকায় এখনও খোলা আকাশের নিচেই শৌচকর্ম করতে মহিলা পুরুষ সকলকেই, প্রশাসন মাঠে ঘাটে শৌচকর্ম করায় নিষেধ করছে, অথচ শৌচাগার নির্মানের জন্য উপভোক্তা হিসাবে ৯০০ টাকা জমা দিয়েও বছরের পর বছর কেটে গেলেও কাজ হয়নি এর জেরেই বাধ্য হয়েই আন্দোলনে নামতে হয়েছে পঞ্চায়েত এলাকার ভুক্তভোগীদের। বিক্ষোভকারীদের পাশে দাঁড়িয়েছে বিজেপিও। বিজেপির উস্কানি ও মদতেই মিথ্যা অভিযোগে মানুষকে ভুল বুঝিয়ে বিক্ষোভে সামিল করা হয়েছে বলে দাবী তৃনমুল পরিচালিত ওই পঞ্চায়েতের প্রধান শঙ্কর ঘোষের। অন্যদিকে পঞ্চায়েত অফিসে এই অবস্থান বিক্ষোভ চলাকালীন ব্লকের বিডিও শ্বাশত প্রকাশ লাহিড়ী পৌঁছে জোর করে তালা খুলে বিক্ষোভ তোলার চেস্টা করে বলে অভিযোগ। এর জেরে বিডিওকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে মহিলারা। শেষমেষ পঞ্চায়েত দপ্তরে বিক্ষোভকারীদের নিয়ে আলোচনায় বসেন বিডিও।

 

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top