করোনা পরিস্থিতি স্বাভাবিক হতেই মিশ্র ভাষাভাষীর ব্যারাকপুর শিল্পাঞ্চলে সকলে মেতে উঠলেন মহরম উৎসবে। যদিও এই মুহূর্তে ফের করোনা গ্রাফ খানিকটা হলেও চিন্তার কারন হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কোভিড বিধির কোনরকম তোয়াক্কা না করেই মঙ্গলবার শিল্পাঞ্চল জুড়ে পালিত হল মহরম উৎসব। বাদ্যযন্ত্রের তালে সুসজ্জিত তাজিয়া নিয়ে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকায় পথ পরিক্রমা করলেন উৎসব কমিটির সদস্যরা। উৎসব প্রেমীদের ভিড়ে ব্যাস্ততম বিটি রোড,ঘোষপাড়া রোড কার্যত অবরুব্ধ হয়ে পড়েছিল।
এদিন টিটাগড়, কামারহাটি,নৈহাটির গৌরীপুর,হাজিনগর,কাঁকিনাড়া,জগদ্দল,গারুলিয়াতে আট থেকে আশি সকলেই চুটিয়ে মহরম উৎসবে গা ভাসালেন। কোথাও রাস্তার ওপর লাঠি খেলা। আবার কোথাও বা চলল তরোয়াল খেলা ও আগুন নিয়ে খেলা। রাস্তার ধারে দাঁড়িয়ে তারিয়ে তারিয়ে তা উপভোগ করলেন অগনিত মুসলিম ধর্মালম্বী মানুষজনের সাথে অন্যান্য সম্প্রদায়ের মানুষরাও। যদিও এদিন তারা ভিড়ে ঠাসাঠাসি করেই উৎসবের আনন্দে মাতলেন।
আরও পড়ুন – জেলা প্রশাসনের উদ্যোগে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন
এদিকে বিভিন্ন তাজিয়া কমিটিগুলোর দাবি,করোনা বিধি মেনে,শান্তি শৃঙ্খলা বাজায় রেখেই সকলে এই উৎসবে সামিল হয়েছেন। এদিন মহরম উৎসবে শান্তি শৃংখলা বজায় রাখতে প্রতিটি জায়গায় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ্য থেকে নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছিল। এদিন টিটাগড়ের উৎসবে হাজির থেকে পুরপ্রাধান কমলেশ সাউ বলেন, টিটাগড়ের মহরম উৎসবে প্রায় দুই লক্ষ্য মানুষের সমাগম হয়ে থাকে।
এছাড়াও অঞ্চলের দুটি কারবালায় ৪৪ টি তাজিয়া ও আখড়া অংশগ্রহণ করে। তিনি আরও বলেন, পৌরসভার পক্ষ্য থেকে আপদকালীন ব্যবস্থা হিসেবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা ও এম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে। যে সমস্ত তাজিয়া প্রশাসন ও পুরসভার গাইড লাইন যাথাযত ভাবে মেনে উৎসবে সামিল হবেন,তাদেরকে প্রথম,দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারের পুরস্কার বিতরণ করা হবে বলে পুরপ্রাধান জানান। মিশ্র ভাষাভাষীর