‘মিষ্টির পোকা’ জয়া আহসান, তবুও স্লিম ফিগার! কীভাবে সম্ভব?

‘মিষ্টির পোকা’ জয়া আহসান, তবুও স্লিম ফিগার! কীভাবে সম্ভব?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান এই মুহূর্তে ব্যস্ততম সময় কাটাচ্ছেন। বাংলাদেশ ও টলিপাড়ায় একের পর এক ছবিতে অভিনয় করে যাচ্ছেন তিনি। সম্প্রতি মুক্তি পেয়েছে ডিয়ার মা, যা দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছে। ১ অগাস্ট মুক্তি পাবে পুতুল নাচের ইতিকথা, আর চলছে অর্ধাঙ্গিনী ২-এর শ্যুটিং। ব্যস্ততার মাঝেই কলকাতা এখন তাঁর দ্বিতীয় বাড়ি। শহরের এক অনুষ্ঠানে এসে জানালেন কোন কোন বাঙালি মিষ্টি তাঁর প্রিয়।

জয়ার ফিটনেস দেখে অনেকেরই মনে হয় তিনি মিষ্টি ছুঁয়ে দেখেন না। কিন্তু আসলে তিনি মিষ্টিপ্রেমী। জয়া জানিয়েছেন, রসগোল্লা ছাড়াও তাঁর প্রিয় তালিকায় রয়েছে চমচম, বেকড রসগোল্লা এবং নলেন গুড়ের মিষ্টি। পুরনো এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছিলেন, আগে তিনি মিষ্টি খেতেন না, কিন্তু কলকাতা তাঁকে মিষ্টি খাওয়ার অভ্যাস করিয়েছে। এখন কলকাতায় এলেই মিষ্টি খান এবং বিশেষ করে মতিচুরের লাড্ডু তাঁর খুব প্রিয়।

জয়া কলকাতা থেকে বাড়ি ফেরার সময় বাঙালি মিষ্টি ভরে নিয়ে যান। অনেকেই তাঁর কাছে শহরের বিভিন্ন মিষ্টি নিয়ে যাওয়ার আবদার করেন। মজার ছলে তিনি বলেন, কারও সঙ্গে মিষ্টি শেয়ার করেন না। তবে যতই মিষ্টি খান না কেন, চাবুক ফিগার ধরে রাখতে নিয়মিত ব্যায়াম ও যোগাসন করেন অভিনেত্রী।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top