মিষ্টি এনা এখন উত্তেজক পোশাকে মন কাড়ছে দর্শকদের

মিষ্টি এনা এখন উত্তেজক পোশাকে মন কাড়ছে দর্শকদের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

৩ জানুয়ারি, সোশ্যাল মিডিয়ায় এখন বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন অভিনেত্রী এনা সাহা।মিষ্টি এনা এখন উত্তেজক পোশাকে মন কাড়ছে দর্শকদের।তাঁর নানা রকমের ফটোশুট ও ভিডিওগ্রাফি শীতের মধ্যে উষ্ণের ছোঁয়া দিতে শুরু করেছে শহরবাসীকে।তাঁর নতুন ফটোর জন্য সর্বদাই অপেক্ষা করছে তাঁর ভক্তগণ।

সৌন্দর্য, মিষ্টতা ও দুস্টুমীতে ভরপুর সেই ফটো সোশ্যাল মিডিয়াতে আসতেই লাইক ও শেয়ারের পাহাড় নেমে আসে সেখানে।যতদিন যাচ্ছে তিনি ভক্তদের কাছে আরও প্রিয় হয়ে উঠছেন।তাঁর সৌন্দর্যে মত্ত হচ্ছেন নেটিজনেরা। তাই ছবি পোস্টের সাথে সাথে ভাইরাল এখন অভিনেত্রী এনা সাহা।

সাম্প্রতিক একটি ভিডিও পোস্ট করে ফের ভাইরাল হন এনা।ভিডিওটি ছিল বলিউডের ‘ভিরে ডি ওয়েডিং’ ছবির তারিফা গানের।সেই ভিডিওতে এনা যোগ করেন তার দুষ্টু-মিষ্টি অঙ্গভঙ্গি।এরমধ্যেই ভিডিওটি প্রায় ১ লাখ ৩২ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। উল্লেখ্য, তাঁকে ভূত চতুর্দশী, দ্য হ্যাকার, জাহ কালা হরকে গেলো হেসেব, কমরেড এবং বক্সার – এইসকল ছবিতে দেখা গিয়েছে। এছাড়াও তিনি রাত ভোর বৃষ্টি, বউ কথা কও ও বন্ধন সিরিয়ালে অসম্ভব ভালো অভিনয় করেছিলেন। তিনি বেশ কয়েকটি বাণিজ্যিক ও আর্ট ফিল্মেও কাজ করেছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top