মুক ও বধির আবাসিকদের হোষ্টলে মারপিট, মৃত ১

মুক ও বধির আবাসিকদের হোষ্টলে মারপিট, মৃত ১

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুক ও বধির আবাসিকদের হোষ্টলে মারপিট, মৃত ১। টিভিতে কার্টুন দেখাকে কেন্দ্র করে প্রথমে রাগারাগি এবং পরে আবাসিকদের মধ্যে মারামারিতে জখম হয়ে মৃত্যু হল এক আবাসিকের। ঘটনাটি ঘটেছে রাজ্য সরকারের সমাজ কল্যান বিভাগ পরিচালিত রায়গঞ্জ সূর্যোদয় মুক ও বধির স্কুলে।

 

সূত্র মারফত জানা গেছে, গত ১ জুলাই রাত ১১টা নাগাদ রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার সূর্যোদয় মূক ও বধির আবাসিক হোমের ছাত্রদের হস্টেলে মারপিটের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। আহতকে প্রথমে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে কোলকাতায় রেফার করা হলে কোলকাতা পিজি হাসপাতালে ওই কিশোর মারা যায়। ঘটনার পরিপ্রক্ষিতে হোম কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে মারধর ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগে রবিবার ওই হোমেরই বছর সতেরোর এক মূক ও বধির কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

 

আদালত ধৃতকে জেলারই আরেকটি হোমে পাঠিয়েছে। প্রশাসনের দাবি, ওই কিশোরের মৃত্যুর ঘটনার পিছনে হোমের কোনও কর্মী কিংবা আধিকারিকের গাফিলতি প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই ঘটনার দিন হোমে ছাত্রদের হস্টেলের নজরদারির দায়িত্বে থাকা এক কর্মীকে শোকজ করা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে রায়গঞ্জ পুলিশ জেলার সুপার সানা আখতার বলেন, “পুলিশ ঘটনার তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নিয়েছে।”

আরও পড়ুন – খুঁটি পূজার মধ্য দিয়ে 2022 এর দুর্গাপূজার শুভ সূচনা করলেন দেশপ্রিয় পার্ক

উল্লেখ্য, টিভিতে কার্টুন দেখাকে কেন্দ্র করে প্রথমে রাগারাগি এবং পরে আবাসিকদের মধ্যে মারামারিতে জখম হয়ে মৃত্যু হল এক আবাসিকের। ঘটনাটি ঘটেছে রাজ্য সরকারের সমাজ কল্যান বিভাগ পরিচালিত রায়গঞ্জ সূর্যোদয় মুক ও বধির স্কুলে।

 

সূত্র মারফত জানা গেছে, গত ১ জুলাই রাত ১১টা নাগাদ রায়গঞ্জের কর্ণজোড়া এলাকার সূর্যোদয় মূক ও বধির আবাসিক হোমের ছাত্রদের হস্টেলে মারপিটের ঘটনাটি ঘটে বলে অভিযোগ। আহতকে প্রথমে রায়গঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়, পরে তাকে কোলকাতায় রেফার করা হলে কোলকাতা পিজি হাসপাতালে ওই কিশোর মারা যায়। ঘটনার পরিপ্রক্ষিতে হোম কর্তৃপক্ষের লিখিত অভিযোগের ভিত্তিতে ওই কিশোরকে মারধর ও অনিচ্ছাকৃত খুনের অভিযোগে রবিবার ওই হোমেরই বছর সতেরোর এক মূক ও বধির কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। আদালত ধৃতকে জেলারই আরেকটি হোমে পাঠিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top