ভাইরাল – সমাজমাধ্যমে সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছেন বহু নেটাগরিক। ভিডিওতে দেখা যায়, জিন্স, টুপি ও রোদচশমা পরা এক যুবক একটি ছোট জলাশয়ে নেমে মুখে মাংসের টুকরো নিয়ে দাঁড়িয়ে আছেন। তাঁর সামনে বিশালাকার এক কুমির। যুবকটি মুখের মাংস দিয়ে কুমিরকে খাওয়ানোর ভান করে বারবার সরে গিয়ে প্রাণীটিকে বিরক্ত করছেন। কিছুক্ষণ পর তিনি মাংসটি ফেলে দেন, যা কুমির খেয়ে নেয়। এরপর যুবকটি কুমিরের মাথার কাছে গিয়ে তাকে আদর করার চেষ্টা করেন।
ঘটনাস্থল ও সময় স্পষ্ট না হলেও, ভিডিওটি ‘ড্যাম নেচার ইউ স্কেয়ারি’ নামের এক্স হ্যান্ডল থেকে শেয়ার হওয়ার পর দ্রুত ভাইরাল হয়। নেটিজেনদের অনেকে ঘটনাটিকে রোমাঞ্চকর মনে করলেও, অনেকেই তীব্র সমালোচনা করেছেন। কেউ মজা করে লিখেছেন, “এই জন্যই ছেলেরা মেয়েদের থেকে কম দিন বাঁচে।” আবার কেউ মন্তব্য করেছেন, “এটা নিছক পাগলামি, কুমির অত্যন্ত বিপজ্জনক প্রাণী।”
