মুখোমুখি গুজরাত-হায়দরাবাদ, দ্বৈরথে কারা এগিয়ে?

মুখোমুখি গুজরাত-হায়দরাবাদ, দ্বৈরথে কারা এগিয়ে?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

খেলা – আইপিএল (IPL) মানেই উত্তেজনা, রোমাঞ্চ আর একরাশ আশা। আজ সেই আসরে মুখোমুখি হচ্ছে গুজরাত টাইটান্স (GT) ও সানরাইজার্স হায়দরাবাদ (SRH)। দুই শক্তিশালী টিমের প্রতিদ্বন্দ্বিতা ঘিরে ইতিমধ্যেই উন্মাদনা তুঙ্গে।২০২২ সালে প্রথম আইপিএলের আসরে অভিষক ঘটে গুজরাত টাইটান্সের।অভিষেকেই ক্রিকেট বোদ্ধাদের বিস্মিত করে দিয়ে আইপিএল তকমা জিতেছিল হার্দিক পাণ্ড্যর নতৃত্বাধীন দলটি। অন্যদিকে, সানরাইজার্স হায়দরাবাদ প্রথম থেকেই প্রতিযোগিতায় খেলছে। তবে নাম বদল হয়েছে। ২০১৬ সালে শিরোপা জিতেছিল দলটি। এখনও পর্যন্ত এই দুই দল মোট ৫ বার একে অপরের বিরুদ্ধে খেলেছে। তার মধ্যে GT জিতেছে ৩ বার, SRH মাত্র ১ বার এবং ১টি ম্যাচের ফলাফল নির্ধারিত হয়নি। এই পরিসংখ্যানে দেখা যাচ্ছে, Gujarat-এরই পাল্লা ভারি।

কী হয়েছিল ২০২৪-এর ম্যাচে?২০২৪ সালের ম্যাচটি ছিল স্মরণীয়। নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ওই ম্যাচে প্রথমে ব্যাট করে SRH তোলে ১৬২ রান। কিন্তু সাই সুদর্শন-এর ৪৫ ও ডেভিড মিলারের অপরাজিত ৪৪ রানের দৌলতে GT ৭ উইকেটে সহজেই জয় ছিনিয়ে নেয়। যদিও SRH-এর হয়ে হেনরি ক্লাসেন লড়াই চালিয়েছিলেন, তবুও রাশিদ খানের-এর ঘূর্ণি ম্যাজিকে হার মানে হায়দদরাবাদ।

কারা কারা নজরে থাকবেন?পরিসংখ্যানে দেখা গেছে, GT-র সর্বোচ্চ রান ১৯৫ (২০২৩), যেখানে SRH-এর সর্বোচ্চ ১৮৬ (২০২২)। কিন্তু ব্যাটিংয়ের থেকেও গুজরাত -এর বোলিং লাইনআপ বেশি কার্যকরী। কাগিসো রাবাডা ও রাশিদ খান হায়দরাবাদের ব্যাটারদের সমস্যায় ফেলতে পারেন।
তবে একেবারে ছেড়ে দেওয়ার মতো নয় সানরাইজার্স । কারণ ট্রেভিস হেড আর ক্লাসেন-এর মতো পাওয়ার হিটাররা যেদিন ফর্মে থাকেন, সেদিন যে কোনও দলের বোলিং লাইনআপ মুষড়ে পড়তে পারে।



২০২৫-এর ম্যাচে অধিনায়কত্ব করবেন শুভমন গিল (GT) ও প্যাট কামিন্স (SRH)। দুই দলই যথেষ্ট শক্তিশালী, আর তাই লড়াইটা হাড্ডাহাড্ডি হওয়ার সম্ভাবনাই বেশি।দর্শকদের চোখ এখন মাঠের দিকেই-গুজরাত টাইটান্স কী তাদের আধিপত্য ধরে রাখবে, না কি সানরাইজার্স হায়দরাবাদ এবার ঘুরে দাঁড়াবে? উত্তর মিলবে ২২ গজে!

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top