মুখোমুখি সংঘর্ষে লরিতে দাউদাউ করে আগুন, কেবিনেই আটকে চালকের মৃত্যু

মুখোমুখি সংঘর্ষে লরিতে দাউদাউ করে আগুন, কেবিনেই আটকে চালকের মৃত্যু

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – সাত সকালে মুর্শিদাবাদের সাগরদিঘীর ১২ নম্বর জাতীয় সড়কে ঘটে গেল ভয়াবহ অগ্নিকাণ্ড। মুখোমুখি সংঘর্ষের জেরে দাউদাউ করে জ্বলে ওঠে দুটি লরি। ঘটনায় এক চালকের কেবিনের মধ্যেই পুড়ে মৃত্যু হয়। আহত হন এক খালাসি, যাঁকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শেখদীঘি বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় একটি বালি বোঝাই লরি বিপরীত দিক দিয়ে আসছিল। সেই সময় আসামের দিক থেকে আসা একটি চা বোঝাই লরির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে। সংঘর্ষের তীব্রতায় প্রথমে চা বোঝাই লরিতে আগুন ধরে যায়। পরে আগুন ছড়িয়ে পড়ে অন্য লরিতেও। মুহূর্তে ভয়াবহ চেহারা নেয় অগ্নিকাণ্ড।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল ও সাগরদিঘী থানার বিশাল পুলিশ বাহিনী। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালানো হয়। তবে ততক্ষণে গোটা এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ বন্ধ থাকে যান চলাচল, তৈরি হয় যানজট।

প্রসঙ্গত, মাত্র এক মাস আগেই জাতীয় সড়কে একটি সরকারি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছিল। ফের পণ্যবাহী লরিতে আগুন লাগায় আতঙ্ক আরও বেড়েছে এলাকাবাসীর মধ্যে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top