রাজ্য – দুর্গাপুজোর অনুদান বাড়ানো নিয়েই রাজ্যে ফের রাজনৈতিক উত্তাপ। বিধানসভার বাইরে সাংবাদিক বৈঠকে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী নেতাজি ইনডোর স্টেডিয়াম থেকে ঘোষণা করেছেন, এবারে দুর্গাপুজোয় রাজ্যের সব ক্লাব ও পুজো কমিটি পাবে ১ লক্ষ ১০ হাজার টাকা সরকারি অনুদান। গতবারের ৮৫ হাজার টাকার তুলনায় এবারে অনুদান বেড়েছে ২৫ হাজার টাকা। এছাড়া বিদ্যুৎ মাশুলে ৮০ শতাংশ ছাড় এবং ফায়ার লাইসেন্স-সহ অন্যান্য ফি মুকুবের ঘোষণা করেছেন প্রশাসনিক প্রধান। উদ্যোক্তারা খুশি হলেও অনেকের মতে, বছরের শেষে ভোটের কথা মাথায় রেখেই অনুদানের অঙ্ক এক লপ্তে বাড়ানো হল।
এই প্রেক্ষিতেই এদিন শুভেন্দু অধিকারী দাবি করেন, ‘‘অনুদান বাড়ালেও ভোটে হারবে তৃণমূল।’’ তাঁর অভিযোগ, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় যতই ঘুষ দিন, প্রকৃত সনাতন, হিন্দু, ভারতপ্রেমীরা কখনওই সমর্থন করবেন না। পুলিশ গিয়ে পুজো কমিটিকে চাপে ফেলে টাকা তুলছে। অনুমতির সঙ্গে অনুদানের কোনও সম্পর্ক নেই।’’ শুভেন্দু একের পর এক পরিসংখ্যান তুলে ধরে বলেন, ‘‘৭ লক্ষ কোটি টাকার ঋণ, ২ কোটি ১৫ লক্ষ শিক্ষিত বেকার, ৬০ লক্ষ পরিযায়ী শ্রমিক—এই মুখ্যমন্ত্রীর আমলে ৮২০০ সরকারি স্কুল বন্ধ হয়েছে, সাড়ে ৯ হাজার শিল্প বাংলা ছেড়েছে। কোনও সুস্থ মাথার মানুষ ২০২৬-এ মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন না।’’
আরজি করকাণ্ড নিয়েও ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিরোধী দলনেতা। আগামী ৯ অগস্ট ওই ঘটনার এক বছর পূর্ণ হবে, সেইদিন রাজ্যজুড়ে একাধিক কর্মসূচির ডাক দিয়েছেন তিনি। শুভেন্দুর কটাক্ষ, ‘‘৯ তারিখ মুখ্যমন্ত্রী হয় বাড়ি থেকে বেরবেন না, নয়তো পালিয়ে যাবেন।’’ গত বছর আরজি করকাণ্ডের প্রতিবাদে একাধিক পুজো কমিটি অনুদান বয়কট করেছিল। এবছরও একই বার্তা দিয়েছেন শুভেন্দু। তাঁর বক্তব্য, ‘‘যাঁরা অনুদান নেবেন না, আমার সঙ্গে যোগাযোগ করুন। বিরোধী দলনেতা আপনাদের পাশে আছেন।’’
