মুখ্যমন্ত্রীর আশঙ্কা সত্য,বিহার থেকে অস্ত্র আমদানি রুখল পুলিস, গ্রেপ্তার ১। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সত্য হল।বুধবার ভোরে বিহারের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র আমদানি রুখল পুলিশ। পুলিশ গ্রেপ্তারও করেছে একজনকে।তার কাছ থেকে দুটি নাইন এম এম ও একটি দেশী পিস্তল সহ দশ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম লালচাঁদ শেখ , বাড়ি নলহাটি থানার মধুপুর গ্রামে। এদিন ধৃত ব্যক্তিকে রামপুরার মহকুমা আদালতে তুললে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন , বীরভূম জেলা সীমান্তবর্তী থানা গুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে পড়শি রাজ্যে ঝাড়খন্ড থেকে কোনভাবেই অপরাধীরা কোনরকম অপরাধ সংগঠিত করতে পারে।ঝাড়খন্ড থেকে নম্বর বিহীন মোটর বাইকে চেপে একজন আরোহী নলহাটির দিকে আসছিল ঝাড়খণ্ডের দিক থেকে , নলহাটি থানার নাচনপাহাড়ি গ্রামের কাছে টহলরত পুলিশের সন্দেহ হয়েছিল।অভিযান চালিয়ে এই সাফল্য।
আরও পড়ুন – ফুটবল বিশ্বকাপের বিভিন্ন আশ্চর্য জনক ঘটনা
উল্লেখ্য,রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করে আসছেন , অন্য রাজ্য থেকে যেসব গাড়ি বাংলায় প্রবেশ করছে সেই সব গাড়ি গুলো তে অস্ত্র পাচার হচ্ছে , মন্ত্রী রাজ্য পুলিশকে নির্দেশ দেন সেই গাড়ি গুলো ভালো করে তল্লাশী করার পর যেন বাংলায় প্রবেশ করে।রাজ্যে সামনে পঞ্চায়েত নির্বাচন হতে চলেছে , তাই বিরোধীরা ঝাড়খন্ড এবং বিহার থেকে অস্ত্র আমদানি করে অস্ত্র আমদানি করে রাজ্যে অশান্তি পাকিয়ে বদনাম করতে চাইছে তৃণমূল সরকারের। তাই নাকা চেকিং আরো বাড়াবার নির্দেশ দিয়েছে পুলিশকে। সেই নাকা চেকিং এই সাফল্য।
উল্লেখ্য, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশঙ্কা সত্য হল।বুধবার ভোরে বিহারের সীমান্তবর্তী এলাকা থেকে অস্ত্র আমদানি রুখল পুলিশ। পুলিশ গ্রেপ্তারও করেছে একজনকে।তার কাছ থেকে দুটি নাইন এম এম ও একটি দেশী পিস্তল সহ দশ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।পুলিস সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের নাম লালচাঁদ শেখ , বাড়ি নলহাটি থানার মধুপুর গ্রামে। এদিন ধৃত ব্যক্তিকে রামপুরার মহকুমা আদালতে তুললে বিচারক ছয় দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়।
বীরভূমে পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন , বীরভূম জেলা সীমান্তবর্তী থানা গুলোকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে পড়শি রাজ্যে ঝাড়খন্ড থেকে কোনভাবেই অপরাধীরা কোনরকম অপরাধ সংগঠিত করতে পারে।ঝাড়খন্ড থেকে নম্বর বিহীন মোটর বাইকে চেপে একজন আরোহী নলহাটির দিকে আসছিল ঝাড়খণ্ডের দিক থেকে , নলহাটি থানার নাচনপাহাড়ি গ্রামের কাছে টহলরত পুলিশের সন্দেহ হয়েছিল।অভিযান চালিয়ে এই সাফল্য। সত্য বিহার