মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হাওড়ার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে মন্তব্য তিব্রেয়ালের। মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে অশান্তি না করে দিল্লিতে গিয়ে অশান্তি করতে। আর তার এই উস্কানিমূলক কথার জন্য আজকে হাওড়ায় আইন শৃঙ্খলার পরিস্থিতি র অবনতি ঘটেছে। এভাবেই গত দুদিন ধরে চলা বিক্ষোভের দায় মুখ্যমন্ত্রীর উপরেই চাপালেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেয়াল। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল কোথাও কোনো ধরনের হিংসার কাজ যেনো না হয়।
কিন্তু তিনি এখানে না করে দিল্লির কথা বললেন। দিল্লি কি ভারতবর্ষের বাইরে নেত্রী প্রশ্ন তোলেন। তার আরও দাবি মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক কথার জন্যই আজকে হাওড়াতে এই ধরনের হিংসা চলছে। মুখ্যমন্ত্রী মদত যুগিয়েছেন বলেই অভিযোগ করেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেয়াল। আজকে ধুলাগড়ি তে যাওয়ার সময় প্রিয়াঙ্কা তিব্রেয়ালের পথ আটকায় হাওড়া সিটি পুলিশ। তিনি ধুলাগড়ি ও অঙ্কুরহাটিতে যাচ্ছিলেন। গতকাল তাদের পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগানো হয়। যদিও কেনো তাকে আটকালো সিটি পুলিশ তার কোনো ব্যাখ্যা দিতে পারে নি হাওড়া সিটি পুলিশ। তাই আগে থাকতে তাদেরকে আটকে দিল প্রশাসন।
আরও পড়ুন – এক গৃহবধুর রহস্য মৃত্যু ঘিরে চাঞ্চল্য
উল্লেখ্য, মুখ্যমন্ত্রীর উস্কানিতেই হাওড়ার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটেছে মন্তব্য তিব্রেয়ালের। মুখ্যমন্ত্রী বলেছিলেন এখানে অশান্তি না করে দিল্লিতে গিয়ে অশান্তি করতে। আর তার এই উস্কানিমূলক কথার জন্য আজকে হাওড়ায় আইন শৃঙ্খলার পরিস্থিতি র অবনতি ঘটেছে। এভাবেই গত দুদিন ধরে চলা বিক্ষোভের দায় মুখ্যমন্ত্রীর উপরেই চাপালেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেয়াল। তিনি আরও বলেন মুখ্যমন্ত্রীর বলা উচিত ছিল কোথাও কোনো ধরনের হিংসার কাজ যেনো না হয়।
কিন্তু তিনি এখানে না করে দিল্লির কথা বললেন। দিল্লি কি ভারতবর্ষের বাইরে নেত্রী প্রশ্ন তোলেন। তার আরও দাবি মুখ্যমন্ত্রীর প্ররোচনামূলক কথার জন্যই আজকে হাওড়াতে এই ধরনের হিংসা চলছে। মুখ্যমন্ত্রী মদত যুগিয়েছেন বলেই অভিযোগ করেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা তিব্রেয়াল। আজকে ধুলাগড়ি তে যাওয়ার সময় প্রিয়াঙ্কা তিব্রেয়ালের পথ আটকায় হাওড়া সিটি পুলিশ। তিনি ধুলাগড়ি ও অঙ্কুরহাটিতে যাচ্ছিলেন। গতকাল তাদের পার্টি অফিস ভাঙচুর ও আগুন লাগানো হয়। যদিও কেনো তাকে আটকালো সিটি পুলিশ তার কোনো ব্যাখ্যা দিতে পারে নি হাওড়া সিটি পুলিশ। তাই আগে থাকতে তাদেরকে আটকে দিল প্রশাসন।