নিজস্ব সংবাদদাতা ১ ডিসেম্বর ২০২০ : মঙ্গলবার সকাল ১০টা থেকে ঘোষণা অনুযায়ী “দুয়ারে সরকার” কর্মসূচি শুরু হয়ে গিয়েছে। আর সেই সূচনার কয়েক ঘণ্টার মধ্যেই টুইট করে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে ফের বিশদে জানিয়েছেন এই কর্মসূচির বিষয়ে।

খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, শিক্ষাশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ঐক্যশ্রী, জাতিগত শংসাপত্র, তফসিলি বন্ধু, জয় জোহার, কৃষকবন্ধু এবং ১০০ দিনের কাজ— এই সবক’টি প্রকল্পের সুবিধাই মিলবে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির ক্যাম্পগুলি থেকে। এই সব প্রকল্প বা সরকারি পরিষেবার বিষয়ে কোনও অভিযোগ থাকলে, সে সবও জমা নেওয়া হবে সেখানেই। নবান্ন সুত্রে জানানো হয়েছে রাজ্যের ৩৪৪টি ব্লকে মোট ২০ হাজার ক্যাম্প করা হবে। রোজ সকাল ১০টা থেকে বিকেল ৪টে পর্যন্ত ক্যাম্প চলবে। কলকাতার বিভিন্ন ওয়ার্ডে এই প্রকল্পের কার্যক্রম ঘুরে দেখেন কলকাতা পুরসভার প্রশাসনিক বোর্ডের প্রধান ফিরহাদ হাকিম। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এক যুগান্তকারী পদক্ষেপ। স্বাস্থ্য সাথী প্রকল্পের মধ্য দিয়ে মানুষ মুক্তির স্বাদ পেল। দুয়ারে সরকার পৌঁছে যাওয়ায় খুশি আমজনতাও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই পদক্ষেপের ভূয়শী প্রশংসা করলেন তারা।