কলকাতা – পুজোর ঠিক আগে পূর্ব মেট্রোপলিটন বাইপাস জুড়ে হোর্ডিং, ফ্লেক্স ও ব্যানারে ছেয়ে গিয়েছিল রাস্তার দু’পাশ। গত মঙ্গলবার বিমানবন্দর যাওয়ার পথে এই দৃশ্য দেখে ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে সঙ্গেই তিনি কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে ফোন করে অবিলম্বে সব হোর্ডিং সরিয়ে ফেলার নির্দেশ দেন। মুখ্যমন্ত্রীর এই নির্দেশ পাওয়ার পরপরই সক্রিয় হয়ে ওঠে কলকাতা পুরসভা।
বুধবারই পুরসভা জরুরি বিজ্ঞপ্তি জারি করে জানিয়ে দেয়, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে কোনো ধরনের ফ্লেক্স বা ব্যানার আর লাগানো যাবে না। একই সঙ্গে, যেসব হোর্ডিং পুরনিগমের অনুমোদন ছাড়া বসানো হয়েছে, সেগুলো দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়। পুরনিগমের মতে, এই ধরনের হোর্ডিং বা ব্যানার দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। গত বছর পূজোর সময় ঘটে যাওয়া দুর্ঘটনার অভিজ্ঞতা থেকেই এবার কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও সতর্ক করা হয়েছে, ভবিষ্যতে কোনো ক্লাব বা পূজামণ্ডপ নিয়ম ভেঙে হোর্ডিং বসালে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তি প্রকাশের পরই বাইপাস থেকে হোর্ডিং খুলে ফেলার কাজ শুরু হয়। বুধবারের মধ্যেই প্রায় সব অননুমোদিত হোর্ডিং সরিয়ে নেওয়া হয়েছে। পুরনিগমের বিজ্ঞাপন বিভাগের মেয়র পারিষদ দেবাশিস কুমার বলেন, “শহরের নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।” ফলে এবারের উৎসব মরশুমে বাইপাসের চেহারা হবে আরও সুরক্ষিত ও নিয়ন্ত্রিত।
