নিজস্ব সংবাদদাতা, কলকাতা, ২৭ মার্চ, মুখ্যমন্ত্রীর নির্দেশে সল্টলেক স্বাস্থ্য ভবন থেকে ৩০ জন চিকিৎসকের একটি দল আজ দুপুরে বাসে করে রওনা দিল উত্তরবঙ্গে। সেখানে কোভিড ১৯-এর কি অবস্থা তা দেখতে এবং চিকিৎসা পরিষেবা দিতে চিকিৎসকদের এই টিম পাঠাল রাজ্য সরকার।
জানা যায়, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা হাসপাতাল, ব্লক প্রাথমিক হাসপাতাল ও গ্রামীন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে চিকিৎসা পরিষেবা দেবে এই চিকিৎসকরা।