নিজস্ব সংবাদদাতা, নদীয়া, ২৬ মার্চ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে নদীয়ার হরিণঘাটা ব্লক এবং পৌরসভার মানুষদের সম্পূর্ণভাবে গৃহবন্দী করতে রাস্তায় নামেন কল্যাণীর ডিমডিসি এবং হরিণঘাটার পুলিশ বাহিনী, চলে কড়া নজরদারি।মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সমগ্র পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাতে লকডাউন চলছে, প্রতিদিন-এর মতো আজও আমজনতাকে সচেতন করতে এবং বিভিন্ন দোকান ঘুরে ঘুরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম সঠিক রাখার আদেশ দেন।
পাশাপাশি দোকানে কোনপ্রকার জমায়েত না করার কথা বলেন।এদিন বিভিন্ন বাজারে এবং গ্রামের অলিগলিতে বাড়ি বাড়ি হানা দিলেন কল্যাণীর ডেপুটি ম্যাজিস্ট্রেট দেবাশীষ মন্ডল, সঙ্গে ছিল হরিণঘাটা থানা পুলিশ বাহিনী। হরিণঘাটার শহর, নগরউখরা, ঝিকরা বাজার, দিঘল গ্রাম, ফতে পুর, দত্ত পাড়া সহ বহু জায়গায় হানা দিয়ে আজ মানুষকে ছত্রভঙ্গ করে দিলেন এবং মানুষ যাতে জমায়েত না করে তার জন্য সচেতন করলেন।