হাঁসখালিতে নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। হাঁসখালি ঘটনা প্রসঙ্গে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শরীরটা পুড়িয়ে দিলেন। আমি লেম্যান হয়ে বলছি, সবটা না জেনেও, প্রমাণটা পাবে কোথা থেকে? রেপ হয়েছে, নাকি প্রেগন্যান্ট ছিল বা অন্য কোনও কারণ হয়েছে, নাকি কেউ ধরে দুটো চড় মেরেছে, তাই শরীরটা খারাপ হয়েছে। লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। বাড়ির লোকেরা সেটা জানত। পাড়ার লোকেরাও জানত। এখন যদি কোনও ছেলে-মেয়ে কেউ কারও সঙ্গে প্রেম করে, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়।
এটা ইউপি নয় যে আমি লাভ জিহাদ নিয়ে অনুষ্ঠান শুরু করব। যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে। অ্যাকশন হয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং কোনও রঙ দেখা হচ্ছে না। মনে রাখবেন এটা দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে হয় না। বাংলায় হয়।” এরপরই মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার তীব্র সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
পাল্টা তোপ দেগে তিনি বলেন, “যাঁরা এই মুখ্যমন্ত্রীকে আনার জন্য ভোট জিয়েছেন তাঁরা একটু বিচার করুন। যাঁরা তথাকথিত বাঙালি, তাঁরা এর বিচার করুন যে কাকে বসিয়েছেন? মুখের ভাষা কী! এই মুখ্যমন্ত্রীর আগে ভাল কোম্পানির ফিনাইল আর ব্লিচিং দিয়ে মুখটা পরিষ্কার করা উচিত। আনিস খানের মৃত্যু, ঝালদার কাউন্সিলরের মৃত্যু, রামপুরহাটে সংখ্যালঘু মহিলা-শিশুদের মৃত্যু, এগুলো সব ইঁদুর?”
আর ও পড়ুন অশোকনগর পৌর এলাকায় তিনটে গাড়ি ও একটি দোকানে আগুন
উল্লেখ্য, হাঁসখালি ঘটনা প্রসঙ্গে সোমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “শরীরটা পুড়িয়ে দিলেন। আমি লেম্যান হয়ে বলছি, সবটা না জেনেও, প্রমাণটা পাবে কোথা থেকে? রেপ হয়েছে, নাকি প্রেগন্যান্ট ছিল বা অন্য কোনও কারণ হয়েছে, নাকি কেউ ধরে দুটো চড় মেরেছে, তাই শরীরটা খারাপ হয়েছে। লাভ অ্যাফেয়ার্স তো ছিলই। বাড়ির লোকেরা সেটা জানত। পাড়ার লোকেরাও জানত। এখন যদি কোনও ছেলে-মেয়ে কেউ কারও সঙ্গে প্রেম করে, সেটা আমার পক্ষে আটকানো সম্ভব নয়। এটা ইউপি নয় যে আমি লাভ জিহাদ নিয়ে অনুষ্ঠান শুরু করব। যদি কেউ অন্যায় করে, অন্যায়ের বিরুদ্ধে অ্যাকশন হবে। অ্যাকশন হয়েছে। গ্রেফতার করা হয়েছে এবং কোনও রঙ দেখা হচ্ছে না।
মনে রাখবেন এটা দিল্লি, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থানে হয় না। বাংলায় হয়।” এরপরই মুখ্যমন্ত্রীর প্রতিক্রিয়ার তীব্র সমালোচনায় সরব হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাল্টা তোপ দেগে তিনি বলেন, “যাঁরা এই মুখ্যমন্ত্রীকে আনার জন্য ভোট জিয়েছেন তাঁরা একটু বিচার করুন। যাঁরা তথাকথিত বাঙালি, তাঁরা এর বিচার করুন যে কাকে বসিয়েছেন? মুখের ভাষা কী! এই মুখ্যমন্ত্রীর আগে ভাল কোম্পানির ফিনাইল আর ব্লিচিং দিয়ে মুখটা পরিষ্কার করা উচিত। আনিস খানের মৃত্যু, ঝালদার কাউন্সিলরের মৃত্যু, রামপুরহাটে সংখ্যালঘু মহিলা-শিশুদের মৃত্যু, এগুলো সব ইঁদুর?”