মুখ্যমন্ত্রীর সফরে পুলিশের ধাক্কায় সাংবাদিক আহত। পুলিশের ধাক্কা এক সাংবাদিককে। ধাক্কায় আহত সাংবাদিক। তাও মুখ্যমন্ত্রীর সুন্দরবন সফরসঙ্গী হয়ে। মুখ্যমন্ত্রী হয়েও তিনি সাংবাদিকদের কাছে শ্রদ্ধাশীল দিদি। সেই দিদির প্রোগ্রামেই ঘটল ঘটনা। ইদানীং পুলিশের সুরক্ষা বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছেছে বলে অনেকেই অভিযোগ করেন। ‘টাইমস অফ ইন্ডিয়া’র সাংবাদিককে আহত করেছেন যিনি তিনি একজন সাধারণ পুলিশ নন।
তিনি আইপিস। পদমর্যাদায় এক পুলিশ সুপার। সাংবাদিককে তথ্য দপ্তরের কর্মীরা খুব সাহায্য করেছেন। তারাই হাসপাতালে নিয়ে যান। দিদি সবসময়ই মিডিয়াকে খুব পছন্দ করেন, সহযোগিতা করেন যা দীর্ঘদিন থেকেই সুবিদিত। ইদানীং পুলিশ হাতেগোনা, বাছাই করা কয়েকজনের বাইরে আর কোন সাংবাদিককে পাত্তাই দিতে চায়না। সাংবাদিক বলে মনেই করেন না। এক যাত্রায় পৃথক ফল যাকে বলে।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
দিদিকে এভাবেই বিচ্ছিন্ন করতে চাইছে না তো কেউ? কোন চক্রান্ত তো নেই। আশঙ্কার কালো মেঘ সৃষ্টি করতে পরিকল্পিত কোন গূূ়ঢ় অপচেষ্টা নয়তো। যেভাবে বিডিওর চিঠি চলে আসে সোশ্যাল মিডিয়ায়। পুলিশের এভাবে ধাক্কা মেরে আহত করার মানেটা কী ? ভাল যে তথ্য দপ্তরের বন্ধুরা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন।
বিশ বছরের বেশী সময় ধরে নাম করা দৈনিকে কাজ করা এবং নবান্ন বিট করা সাংবাদিকের যদি এই অবস্থা হয় তাহলে অন্যদের কি অবস্থা তা অনুমান সাপেক্ষ। যদিও আহত সাংবাদিক ‘দেবাশিস কোনার’ বিষয়টিকে একটি দুর্ঘটনা হিসাবেই দেখছেন। আমারাও কামনা করি সেটাই সত্য হোক। দেবাশিস আরও জানান, ‘বৃহস্পতিবার বসিরহাট এস পি জবি থমাস ক্ষমা চেয়েছেন।’ এদিন রাতে ব্যাথা নিয়েই বাড়ি ফিরেছেন দেবাশিস। মুখ্যমন্ত্রীর সফরে



















