মুখ্যমন্ত্রীর সফর কালে বন্ধ হয়ে গেল উত্তরের চা-বাগান। তিন দিনের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী তার মধ্যে জলপাইগুড়ি সদর ব্লকের কোনপাকড়ি অমরপুর চা-বাগান মালিক পক্ষ ও শ্রমিকের অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল। সূত্রের খবর, পাওনা গণ্ডা নিয়ে মালিক শ্রমিক বিবাদের জেরে বন্ধ হয়ে গেলো অমরপুর চা-বাগান। যার জেরে কালীপূজার আগে প্রায় চার শতাধিক শ্রমিক কাজ হারালো। মঙ্গলবার সকালে শ্রমিকরা চা-বাগানে এসে দেখতে পান বাগানের দরজায় ঝুলছে কাজ বন্ধের নোটিশ। পাশাপাশি বাগান ছেড়ে চলে গেছেন বাগান কর্তৃপক্ষ।
যদিও চা-বাগানের শ্রমিকদের দাবি মালিক পক্ষের কাছে সরকার ঘোষিত ২৩২ টাকা মজুরির দাবি জানিয়ে আসছিলেন তারা। কিন্তু মালিক পক্ষ ১৯৩ টাকা মজুরিতেই অনড় ছিলেন। এই নিয়ে গত পাঁচদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। এর পর শ্রমিকেরা বাগানের গেটে বিক্ষোভে সামিল হয়েছিলেন। কিন্তু মঙ্গলবার সকালে শ্রমিকেরা এসে দেখেন বাগান বন্ধ। বিষয়টি শ্রম দফতরের নজরে এনেছেন শ্রমিকরা। শ্রমিকদের অভিযোগ, মালিকপক্ষ কোন আলোচনা না করে এদিন হঠাৎ করে বাগান বন্ধের নোটিশ গেটে টাঙিয়ে বাগান ছাড়লেন।
আরও পড়ুন – ছয় বাংলাদেশীকে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ
এদিন চা-বাগানের শ্রমিক দুলাল রায় বলেন,অন্য সব বাগানে সরকারের ঘোষিত মজুরি চালু হয়েছে। আমাদের অমরপুর চা বাগানে চালু হয়নি। এই কারণে বিক্ষোভ চলছিল। আজকে কাজে সবাই এসে দেখে মালিক পক্ষ একটি নোটিশ লাগিয়ে চোলে গেছে। তাই আমরা বিক্ষোভ করছি আমরা লেবার অফিসেও জানিয়েছি। সিপিএমের শ্রমিক নেতা পীযুষ মিশ্র বলেন, মালিক ও শ্রমিকের সৎভাব সম্পর্ক বজায় থাকুক। সরকারের ঘোষিত টাকা দেওয়া হোক শ্রম দফতর ও প্রশাসন বিষয়টি দেখুক। এই বিষয় নিয়ে মালিক পক্ষের সাথে যোগাযোগ করা হলে কোনো উত্তর পাওয়া যায়নি । মুখ্যমন্ত্রীর সফর



















