নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগনা, ১৪ নভেম্বর, বসিরহাট মহকুমার দু নম্বর ব্লকের খোলাপোতা গ্রাম পঞ্চায়েতের বুলবুলের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত বিপর্যস্থ আক্রান্তদের পাশে দাঁড়ালো পঞ্চায়েত । গতকাল বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বসিরহাটে প্রশাসনিক বৈঠক করার পর কড়া নির্দেশ দিয়েছিলেন। প্রশাসন ও জনপ্রতিনিধিদের যাতে কোন ত্রাণ নিয়ে যেন কোনও রাজনীতি না হয়। তা্র নির্দেশের পরই বসিরহাট ২ নম্বর ব্লকের তৃণমূল ব্লক সভাপতি সরোজ বন্দ্যোপাধ্যায় ও পঞ্চায়েত প্রধান অপরেশ মুখার্জী উদ্যোগে, পঞ্চায়েত গ্রাম থেকে শতাধিক ক্ষতিগ্রস্ত দুর্গতদের জন্য শুকনো খাবার গম চাল বাচ্চাদের গুঁড়োদুধ দেওয়া হয়।
সঙ্গে ডেঙ্গু প্রতিরোধের জন্য মশারি ও ত্রিপলও দেওয়া হল ।সঙ্গে কিছু বস্ত্র।পাশাপাশি বুলবুলের তাণ্ডবের পর যে জলবায়ু রোগের প্রকোপ দেখা যাবে ডায়রিয়া কলেরা ও পানীয় জলের জন্য ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে বসিরহাট দু’নম্বর ব্লক প্রশাসন। পর্যাপ্ত পরিমাণে গ্রামে মেডিকেল ব্যবস্থা করেছেন। এছাড়াও ওষুধ যাতে কোনো রকম মহামারী আকার ধারণ করতে না পারে। আগাম সর্তকতা নিয়েছে ব্লক প্রশাসন। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ডেঙ্গু প্রতিরোধের জন্য ফগ মেশিন এর মধ্য দিয়ে মশা মারা মারার কীটনাশক দেওয়া হয়েছে নোংরা আবর্জনা জায়গায় ও বাড়ির চারপাশে। পাশাপাশি মানুষকে সচেতনও করা হয়েছে।