মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এসআইআরের শুনানি পদ্ধতিতে ত্রুটির অভিযোগ জানালেন, চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও এসআইআরের শুনানি পদ্ধতিতে ত্রুটির অভিযোগ জানালেন, চিঠি দিলেন মুখ্য নির্বাচন কমিশনারকে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


রাজ্য – মধ্যমাত্র পাঁচ দিনের ব্যবধানের মধ্যেই আবারও এসআইআরের শুনানি পদ্ধতির ত্রুটির অভিযোগ তুলে চিঠি পাঠালেন বাংলার মুখ্যমন্ত্রী এবং তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, বিশ্বকাপজয়ী ক্রিকেটার মহম্মদ শামি এবং বিশিষ্ট কবি জয় গোস্বামীকে শুনানির নোটিস পাঠানোকে কমিশনের অমানবিক এবং অসংবেদনশীল পদক্ষেপ হিসেবে উল্লেখ করেছেন।
মুখ্যমন্ত্রী চিঠিতে স্পষ্ট করেছেন, যে পদ্ধতিতে নির্বাচন কমিশন এসআইআরের কাজ করছে, তা ত্রুটিপূর্ণ। প্রযুক্তিনির্ভর এবং তথ্যভিত্তিক এই পদ্ধতিতে সাধারণ বুদ্ধি এবং বাস্তব খতিয়ে দেখা কার্যকরভাবে হচ্ছে না। সেই কারণেই সমাজের বিশিষ্ট ব্যক্তিদেরও নোটিস পাঠানো হচ্ছে, যা মোটেই কাম্য নয়। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, এই পদ্ধতি গণতান্ত্রিক প্রক্রিয়াকে দুর্বল করছে এবং কমিশন বাস্তব পরিস্থিতি বোঝার ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে।
চিঠির শেষে মুখ্যমন্ত্রী লিখেছেন, “জানি আপনি হয়তো চিঠির জবাব দেবেন না। কিন্তু আপনাকে বিস্তারিত সব জানানো আমার কর্তব্য।” চিঠি থেকে স্পষ্ট, তিনি কমিশনের এই কাজকে অসংবেদনশীল এবং বাস্তব সম্পর্কে অনভিজ্ঞতার প্রতিফলন হিসেবে দেখছেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top