মুগ ডালের ওপর ৯ মিলিমিটার মা দূর্গার প্রতিমা। শিল্পীর শিল্পকলা, মুগ ডালের ওপর মাটি দিয়ে ৯ মিলিমিটার মা দূর্গার প্রতিমা। নদীয়ার নবদ্বীপ প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। পেশায় অংকন শিক্ষক। ছোট বেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা। তার বাবা ছিলেন একজন বেতার শিল্পী। ছোটবেলা থেকেই ভিন্ন ও বিকল্প শিল্প ভাবনা তারা করে বেড়াতো তাকে। প্রতি সময় চেয়েছেন নিজের উদ্যম ও ইচ্ছেশক্তিতে শিল্পকলায় নতুন কিছু করার। অতিতে তিনি সিমেন্টের বহু মনিষীদের মূর্তী তৈরী করেছেন।
এরই পাশাপাশি গত দু’বছর করোনা আবহেও তার শিল্পকলায় বাধ সাধতে পারে নি বলে তিনি জানান। গত বছর করোনা আবহেও তিনি একটি চালের ওপর মা দূর্গার মূর্তি তৈরী করেছিলেন। যার নাম দিয়েছিলেন করোনা অসুর বধ। এবছর দূর্গাপুজোকে সামনে রেখে দীর্ঘ প্রায় এক মাস ধরে নিরলস প্রচেষ্ঠায় নিজের শিল্পকলার মাধ্যমে একটি মুগ ডালের ওপর মাটি দিয়ে ৯ মিলিমিটার মা দূর্গার মূর্তি গড়ে ফের তাক লাগিয়েছেন তিনি। গৌতম সাহা বলেন, সব সময় নতুন কিছু করার নেশা তারা করে বেরায় তাকে। তার থেকেই তার এই প্রচেষ্টা। আগামী দিনে আরও এমন ভিন্ন ভাবনায় নতুন কিছু করার লক্ষ রয়েছে তার বলে জানান তিনি।
আরও পড়ুন – স্কুল ড্রেস পরিবর্তনের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বিদ্যালয় প্রাক্তনী যৌথ মঞ্চের
উল্লেখ্য, শিল্পীর শিল্পকলা, মুগ ডালের ওপর মাটি দিয়ে ৯ মিলিমিটার মা দূর্গার প্রতিমা। নদীয়ার নবদ্বীপ প্রতাপনগর এলাকার বাসিন্দা গৌতম সাহা। পেশায় অংকন শিক্ষক। ছোট বেলা থেকেই সাংস্কৃতিক পরিবেশে বড় হয়ে ওঠা। তার বাবা ছিলেন একজন বেতার শিল্পী। ছোটবেলা থেকেই ভিন্ন ও বিকল্প শিল্প ভাবনা তারা করে বেড়াতো তাকে। প্রতি সময় চেয়েছেন নিজের উদ্যম ও ইচ্ছেশক্তিতে শিল্পকলায় নতুন কিছু করার। অতিতে তিনি সিমেন্টের বহু মনিষীদের মূর্তী তৈরী করেছেন।
এরই পাশাপাশি গত দু’বছর করোনা আবহেও তার শিল্পকলায় বাধ সাধতে পারে নি বলে তিনি জানান। গত বছর করোনা আবহেও তিনি একটি চালের ওপর মা দূর্গার মূর্তি তৈরী করেছিলেন। যার নাম দিয়েছিলেন করোনা অসুর বধ। এবছর দূর্গাপুজোকে সামনে রেখে দীর্ঘ প্রায় এক মাস ধরে নিরলস প্রচেষ্ঠায় নিজের শিল্পকলার মাধ্যমে একটি মুগ ডালের ওপর মাটি দিয়ে ৯ মিলিমিটার মা দূর্গার মূর্তি গড়ে ফের তাক লাগিয়েছেন তিনি। গৌতম সাহা বলেন, সব সময় নতুন কিছু করার নেশা তারা করে বেরায় তাকে। তার থেকেই তার এই প্রচেষ্টা। আগামী দিনে আরও এমন ভিন্ন ভাবনায় নতুন কিছু করার লক্ষ রয়েছে তার বলে জানান তিনি।