ভাইরাল – অফিস টাইমে ব্যস্ত মুম্বইয়ের রাস্তায় ঘটে গেল অদ্ভুত এক ঘটনা। লাল সিগন্যাল সবুজ হয়ে গেলেও রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকা একটি লাল গাড়ির কোনও নড়াচড়া নেই। হঠাৎ থমকে যাওয়া ট্রাফিকের কারণে ক্ষুব্ধ পথচারীরা গাড়ির সামনে এগিয়ে গেলে চোখ কপালে ওঠে। চালকের আসনে বসে আছে মানুষ নয়, এক সাইবেরিয়ান হাস্কি!
সম্প্রতি ইনস্টাগ্রামের ‘অফিসিয়াল_অভিনব’ নামের একটি অ্যাকাউন্ট থেকে ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গেছে, মুম্বইয়ের লোখন্ডওয়ালা মার্কেটের সামনে এই দৃশ্য ধরা পড়েছে। রাস্তার মাঝখানে দাঁড়ানো গাড়ির পিছনে বাস, অটো, গাড়ির লম্বা লাইন। গাড়ির মালিক নাকি পোষ্যকে চালকের আসনে বসিয়ে কোথাও চলে গিয়েছিলেন, আর এই কারণেই তৈরি হয় তীব্র যানজট।
পথচারী ও বাসের কন্ডাক্টররা প্রথমে ভেবেছিলেন চালক ইচ্ছে করে রাস্তা আটকে রেখেছেন। কিন্তু গাড়ির কাছে যেতেই চমকে যান সকলে। হাস্কি শান্তভাবে চালকের আসনে বসে রয়েছে, যেন গাড়ি চালানোর অপেক্ষায়! ভিডিয়োটি ইতিমধ্যেই নেটিজেনদের মধ্যে হাস্যরসের খোরাক জুগিয়েছে।
