মুম্বইয়ে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার কমল আর খান, আতঙ্কে ওশিওয়ারা

মুম্বইয়ে গুলি চালানোর অভিযোগে গ্রেফতার কমল আর খান, আতঙ্কে ওশিওয়ারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


বিনোদন – অভিনেতা ও স্বঘোষিত চলচ্চিত্র সমালোচক কমল আর খান, যাঁকে কেআরকে নামেই বেশি চেনেন মানুষ, ফের বিতর্কের কেন্দ্রে। মুম্বইয়ের আন্ধেরির ওশিওয়ারা এলাকার একটি আবাসনে গুলি চালানোর অভিযোগে তাঁকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশ। শুক্রবার, ১৮ জানুয়ারি দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর কেআরকে-কে হেফাজতে নেওয়া হয়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ১৮ জানুয়ারি রবিবার আচমকাই ওশিওয়ারা এলাকার একটি আবাসন থেকে গুলির শব্দ শোনা যায়। মুহূর্তের মধ্যেই এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পরে জানা যায়, নিজের ফ্ল্যাট থেকেই গুলি চালিয়েছিলেন কমল আর খান। ঘটনার পর তাঁকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
জেরায় কেআরকে দাবি করেন, তিনি তাঁর বন্দুক পরিষ্কার করছিলেন এবং সেটির কার্যকারিতা পরীক্ষা করতেই গুলি চালান। তাঁর বক্তব্য, কাউকে আঘাত করা বা ক্ষতি করার কোনও উদ্দেশ্য তাঁর ছিল না। পুলিশকে তিনি আরও জানান, বাড়ির সামনের বাগানে দাঁড়িয়ে বন্দুকটি চালিয়েছিলেন এবং তাঁর ধারণা ছিল গুলিটি গাছে গিয়ে লাগবে।
তবে পুলিশের প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, বাতাসের কারণে গুলির দিক বদলে গিয়ে তা পাশের একটি আবাসনে গিয়ে লাগে। যে বন্দুক থেকে গুলি চালানো হয়েছিল, সেটি বৈধ লাইসেন্সপ্রাপ্ত বলেই জানা গিয়েছে। তবুও এই ঘটনায় নিরাপত্তা ও অবহেলার প্রশ্ন উঠছে।
যে আবাসনে গুলি গিয়ে লাগে, সেখানে দ্বিতীয় তলায় থাকেন লেখক ও পরিচালক নীরজ কুমার মিশ্র এবং চতুর্থ তলায় বসবাস করেন মডেল প্রতীক বৈধ। সৌভাগ্যবশত, এই ঘটনায় কেউ আহত হননি। তবে আচমকা এমন ঘটনায় আবাসনের বাসিন্দারা আতঙ্কিত হয়ে পড়েন।
ঘটনার পর থেকে কমল আর খানের বাড়ির আশপাশের সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। স্থানীয় বাসিন্দাদের অনেকেই মধ্যবিত্ত পরিবারের মানুষ হওয়ায়, এই ধরনের ঘটনার অভিজ্ঞতায় তাঁরা গভীরভাবে আতঙ্কিত বলে জানা যাচ্ছে। গোটা ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ সমস্ত দিক খতিয়ে দেখছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top