মুম্বই – বৃহস্পতিবার (৬ নভেম্বর) সন্ধ্যায় মুম্বইয়ের স্যান্ডহার্স্ট রোড স্টেশনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা। লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে অন্তত দুজন যাত্রীর, আহত আরও তিনজন। রেলওয়ে সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা সাতটার কিছু পরেই এই দুর্ঘটনা ঘটে, যখন একদল যাত্রী ট্রেন ধরার তাড়ায় ভিড় এড়াতে রেললাইনের উপর দিয়ে হাঁটছিলেন। ঠিক সেই সময় দ্রুতগতির একটি লোকাল ট্রেন তাঁদের ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের।
রেলওয়ে মুখপাত্রের বক্তব্য, আহতদের মধ্যে তিনজন মহিলা ও একজন পুরুষ ছিলেন। তাঁদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং চিকিৎসা চলছে। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, আপাতত সকলেই স্থিতিশীল আছেন। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই রুটে ট্রেন চলাচল ব্যাহত হলেও উদ্ধারকাজ শেষ হওয়ার পর পরিষেবা স্বাভাবিক করা হয়।
ঘটনার কিছু আগে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (CSMT)-এ মোটরম্যান ও রেলকর্মীদের আকস্মিক ধর্মঘটের জেরে লোকাল পরিষেবায় বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ব্যস্ত সময়ে ট্রেন চলাচলে অনিয়ম দেখা দেয়, ফলে একাধিক স্টেশনে ভিড় বাড়ে। রেল সূত্রের দাবি, ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল মুম্ব্রায় গত ৯ জুনের দুর্ঘটনায় দুই রেলওয়ে ইঞ্জিনিয়ারের বিরুদ্ধে এফআইআর দায়েরের প্রতিবাদে। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিট নাগাদ পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ভিড় ও বিশৃঙ্খলার মধ্যেই ঘটে যায় এই মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ ও রেল প্রশাসন ইতিমধ্যেই ঘটনাটির বিস্তারিত তদন্ত শুরু করেছে। কেন যাত্রীরা ট্র্যাকের উপর দিয়ে হাঁটছিলেন, এবং সুরক্ষা ব্যবস্থার কোথায় ত্রুটি ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। দুর্ঘটনার পর যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লেও রেল কর্তৃপক্ষের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।




















