মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কনটেনার ট্রাকের তাণ্ডব, নিহত ১, আহত অর্ধশতাধিক

মুম্বই-পুণে এক্সপ্রেসওয়েতে কনটেনার ট্রাকের তাণ্ডব, নিহত ১, আহত অর্ধশতাধিক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুম্বাই – রবিবার ভোরে মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের খোপোলি টোল প্লাজার কাছে একটি কনটেনার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে টানা তিন কিলোমিটার রাস্তায় ভয়াবহ তাণ্ডব চালায়। ভোগান্তিতে পড়েন বহু যানবাহন, ঘটনার ফলে অন্তত ২১ জন আহত হয়েছেন এবং এক জনের মৃত্যু হয়েছে। ওই সময় খোপোলি টোল প্লাজার কাছে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে ছিল। হঠাৎই কনটেনার ট্রাকটি দ্রুত গতিতে এগিয়ে এসে পরপর গাড়িগুলোতে ধাক্কা মারে, যার ফলে কিছু গাড়ি রাস্তার দুই পাশে ছিটকে পড়ে যায়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাকটির ধাক্কায় প্রায় তিন কিলোমিটার এলাকা জুড়ে রাস্তায় বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং একাধিক গাড়ি ভেঙে চুরমার হয়ে যায়। আহতদের মধ্যে রয়েছেন বম্বে হাইকোর্টের এক বিচারপতির স্ত্রী। গুরুতর আহত সবাইকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মৃতার নাম অনিতা একহান্ডে (৩৫), তিনি মহারাষ্ট্রের ওসমানাবাদ জেলার বাসিন্দা। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইন্ডিয়া রিজার্ভ ব্যাটেলিয়ন, হাইওয়ে পুলিশ, দেবদূত ও হেল্প ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা। মাত্র ৪৫ মিনিটের মধ্যে দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলোকে রাস্তার ধারে সরিয়ে এক্সপ্রেসওয়েটি পরিষ্কার করা হয়, যাতে অন্য যানবাহনের চলাচলে বিঘ্ন না ঘটে।

পুলিশ জানায়, ট্রাক চালককে আটক করা হয়েছে। মেডিক্যাল পরীক্ষায় দেখা গেছে, দুর্ঘটনার সময় চালক নেশাগ্রস্ত ছিলেন না। তবে চালকের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। পুলিশ দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে কাজ করছে।

এই ভয়াবহ দুর্ঘটনা মুম্বই-পুণে এক্সপ্রেসওয়ের নিরাপত্তা ও যানবাহন নিয়ন্ত্রণে অতিরিক্ত সতর্কতার প্রয়োজনীয়তা পুনরায় সামনে এনে দিয়েছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top