মুম্বই পুলিশের হাতে গ্রেফতার অর্ণব গোস্বামী

মুম্বই পুলিশের হাতে গ্রেফতার অর্ণব গোস্বামী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিউজ ডেস্ক ৪ নভেম্বর ২০২০: পুরোনো আত্মহত্যার মামলায় প্ররোচনার অপরাধে মুম্বই পুলিশের হাতে গ্রেফতার হল রিপাবলিক টিভির এডিটর অর্ণব গোস্বামী। গ্রেফতারের পর তাঁকে নিয়ে যাওয়া হয়েছে রায়গড়ে। এই ঘটনায় বিজেপি নেতারা তীব্র নিন্দা করেছেন।


সূত্রের খবর,পুলিশের বিরুদ্ধে তাঁকে শারীরিক হেনস্থা করার অভিযোগ এনেছেন অর্ণব৷ ২০১৮ সালে অনভয় নায়েক নামে এক ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেছিলেন৷ অর্ণব তাঁর পাওনা ৮৩ লক্ষ টাকা মেটাননি বলেই ওই ইন্টেরিয়র ডিজাইনার এবং তাঁর মা আত্মহত্যা করেন বলে অভিযোগ তোলা হয়েছে৷ সেই ঘটনাতেই গ্রেফতার করা হয়েছে রিপাব্লিক টিভি-র এডিটরকে৷ এই মামলায় অর্ণব গোস্বামী ছাড়াও ফিরোজ শেখ এবং নীতীশ সারদা বলে আরও দু’ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল পুলিশ৷তবে,এই মামলার তদন্ত বন্ধ হয়ে গেলেও এই বছরের মে মাসে ফের আত্মঘাতী ইন্টেরিয়র ডিজাইনারের মেয়ে নতুন করে অভিযোগ দায়েরের পরই মামলার পুনরায় তদন্তের নির্দেশ দেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ৷

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top