মুম্বাই – রাজস্ব গোয়েন্দা অধিদপ্তর (DRI) সোমবার মুম্বই আন্তর্জাতিক বিমানবন্দরে এক ভারতীয় মহিলা যাত্রীকে ৬ কেজির বেশি কোকেন সহ গ্রেফতার করেছে। কর্মকর্তাদের দেওয়া তথ্যে জানা গেছে, উদ্ধার হওয়া কোকেন প্রায় ৩০০টি ক্যাপসুলে ভরে রাখা হয়েছিল, যেগুলিকে ছয়টি ওরিও বিস্কুটের বাক্স এবং তিনটি চকলেটের বাক্সে লুকানো ছিল। মাদকটির আনুমানিক বাজারমূল্য ৬২.৬ কোটি টাকা।
ডিআরআই সূত্রে জানা যায়, ওই মহিলা দোহা থেকে মুম্বই বিমানবন্দরে নামার পর গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। এরপর তার ব্যাগেজ তল্লাশি করে দুটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ কোকেন উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ৬.২৬১ কিলোগ্রাম কোকেন নিষিদ্ধ মাদক হিসেবে নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (NDPS) আইনের আওতায় বাজেয়াপ্ত করা হয়েছে।
মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মহারাষ্ট্রের অন্য অংশেও পুলিশ সফলতা পেয়েছে। সম্প্রতি থানে জেলায় কোডিন সিরাপ রাখার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ১২০ বোতল সিরাপ বাজেয়াপ্ত করা হয়েছে, যার বাজারমূল্য আনুমানিক ২৭,০০০ টাকা। ধৃতদের মধ্যে দুজন কর্ণাটকের বাসিন্দা বলে জানা গেছে। তারা হলেন আসিফ সুর্ভে (৩৪), লিঙ্গরাজ আপারে আলগুড (৪০) এবং ইরফান ওরফে মহসিন ইব্রাহিম সৈয়দ (৩৪)।
কর্মকর্তারা জানিয়েছেন, ধৃতদের বিরুদ্ধে NDPS আইনের অধীনে মামলা রুজু হয়েছে এবং এখন তদন্ত চলছে। তদন্তের মূল উদ্দেশ্য হচ্ছে এই নিষিদ্ধ মাদকের উৎস এবং সম্ভাব্য গ্রাহকদের শনাক্ত করা। ক্রমবর্ধমান মাদক পাচারের বিরুদ্ধে রাজ্য এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা আরও কড়া নজরদারি চালাচ্ছে বলে সূত্রের খবর।
