সাত সকালে মুর্শিদাবাদে ভয়াবহ আগুনে পুড়ল বাড়ি। আহত হয় এক ব্যাক্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর বাগিচা পাড়া এলাকায়। ঘটনায় সকাল সকাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানাযায়, প্রত্যেকদিনের মতো রাত্রে রান্না শেষ করেন বাড়ির কর্তী মরিওম বেওয়া। তার গোয়াল ঘরে বাধাও ছিল ১১ টি ছাগল সহ একটি গরু। হঠাৎ সকালে আগুন ধরে রান্না ঘরে। তারপর সেই আগুন পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে।
গবাদিপশুর আওয়াজে ঘুম ভাঙ্গে মরিওম বেওয়ার। ঘর থেকে বেরিয়েই আগুন দেখে চিৎকার শুরু করে। ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষনে বসবাস করার ঘরে লেগে যায় আগুন। গবাদিপশুদের বাঁচাতে গিয়ে আহত হয় এক ব্যক্তি। তবুও শেষ রক্ষা হয়নি।
মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সর্বশ্য। ১১ টি ছাগল ১ টি গরু, বাড়ির আসবাবপত্র সহ নগদ পঞ্চাশ হাজার টাকাও পুড়ে ছায় হয়ে যায়। কান্নায় ভেঙ্গে পড়েন মরিওম বেওয়া। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন বাড়ির গৃহকর্তা থেকে স্থানীয়রা।
আর ও পড়ুন বেলুড় মঠে পালিত হচ্ছে স্বামী বিবেকানন্দের ১৬০তম জন্মোৎসব
উল্লেখ্য, সাত সকালে মুর্শিদাবাদে ভয়াবহ আগুনে পুড়ল বাড়ি। আহত হয় এক ব্যাক্তি। মঙ্গলবার সকালে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকলের শ্রীকৃষ্ণপুর বাগিচা পাড়া এলাকায়। ঘটনায় সকাল সকাল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জানাযায়, প্রত্যেকদিনের মতো রাত্রে রান্না শেষ করেন বাড়ির কর্তী মরিওম বেওয়া। তার গোয়াল ঘরে বাধাও ছিল ১১ টি ছাগল সহ একটি গরু। হঠাৎ সকালে আগুন ধরে রান্না ঘরে। তারপর সেই আগুন পাশের গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর আওয়াজে ঘুম ভাঙ্গে মরিওম বেওয়ার।
ঘর থেকে বেরিয়েই আগুন দেখে চিৎকার শুরু করে। ছুটে আসেন স্থানীয়রা। ততক্ষনে বসবাস করার ঘরে লেগে যায় আগুন। গবাদিপশুদের বাঁচাতে গিয়ে আহত হয় এক ব্যক্তি। তবুও শেষ রক্ষা হয়নি। মুহুর্তের মধ্যে পুড়ে ছাই হয়ে যায় সর্বশ্য। ১১ টি ছাগল ১ টি গরু, বাড়ির আসবাবপত্র সহ নগদ পঞ্চাশ হাজার টাকাও পুড়ে ছায় হয়ে যায়। কান্নায় ভেঙ্গে পড়েন মরিওম বেওয়া। সরকারি সাহায্যের আবেদন জানিয়েছেন বাড়ির গৃহকর্তা থেকে স্থানীয়রা।