নিজস্ব সংবাদদাতা,কান্দি, ২২শে নভেম্বর :বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের কান্দিতে প্রেমিক যুগলের আত্মহত্যা ঘটনা ঘটল । কান্দি ঘটনা টি ঘটেছে কান্দি থানার অন্তর গত গোকর্ন গ্রাম পঞ্চায়েত এর মোতড়া গ্রামে ।। পরিবারের সদস্যরা জানিয়েছেন দীর্ঘদিন প্রেমের সম্পর্ক ছিল দুই জনের
বৃহস্পতিবার সকালে দেখে গ্রামে একই উড়না তে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে তারা। পুলিশ জানিয়েছে মৃত নাম গৌরী প্রধান (১৯) ও প্রেমিক সুরজিৎ ঘোষ (২১) । পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে । মৃত গৌরী প্রধান জিয়াগঞ্জ শ্রীপত সিং কলেজে পাস কোর্সের প্রথম বর্ষের ছাত্রী ছিল। গৌরী প্রধানের অগ্রাহয়ন মাসে ২৭তারিখ পলসন্ডা চানক নবগ্রামে বিয়ে ঠিক হয়েছিল কিন্তু সেই অন্য ছেলে সাথে বিয়ে মেনে নিতে পারেনি গৌরী ও সুরজিৎ। সুরজিৎ সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল কয়েক বছর আগে কাজের তাগিদে সৌদী আরবে পারি দেন এবং চার মাস আগে সৌদি আরব থেকে আবার ফিরে আসে কিন্তু মেয়ে পরিবারের অন্যত্র বিয়ে ঠিক করতেই এই আত্মহত্যা বলে মনে করছেন পরিবারের সদস্যরা। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
মুর্শিদাবাদের কান্দিতে ফের আত্মঘাতী প্রেমিক যুগল
মুর্শিদাবাদের কান্দিতে ফের আত্মঘাতী প্রেমিক যুগল
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram