নিজস্ব সংবাদদাতা, ৩ জুন ২০২১: মুর্শিদাবাদের জলঙ্গির ভারত-বাংলাদেশ সীমান্তে ফের উত্তেজনা দেখা দিয়েছে। সূত্রে খবর সীমান্ত এলাকার মানুষজন ফরাজিপারা বিএসএফ ক্যাম্প হয়ে নদীর ওপারে চাষ বাস সহ বিভিন্ন কাজে যাওয়াকে কেন্দ্র করে সমস্যা সৃষ্টি হয়।

তারই প্রতিবাদে ঘোষপাড়া সর্বপল্লীর পথ অবরোধ করে স্থানীয় কৃষকরা ও মানুষেরা বিক্ষোভ দেখায়।ঘটনাস্থলে বিএসএফের গাড়ি দেখা দিলে সাধারণ মানুষ বিএসএফের গাড়ি ভাঙচুর করে বলে বিএসএফ সূত্রে জানা যায়।স্থানীয়দের অভিযোগ উপরে যাওয়ার সময় আগে টিমের মাধ্যমে যাওয়া যেত। তবে আজ থেকে তারা নতুন করে একে একে পাঠাচ্ছি এতে বেলা গড়িয়ে যাবে কিন্তু কাজ বাকি থেকে যাবে মূলত সেই কারণে আমাদের পথ অবরোধ এবং বিক্ষোভ।