https://www.youtube.com/watch?v=s2gCdLLvBwo&feature=youtu.be
নিজস্ব সংবাদদাতা,নবগ্রাম, ২২শে নভেম্বর :মেয়ের বিয়ে উপলক্ষ্যে গঙ্গা স্নান করতে যাওয়ার পথে মোটর বাইকের সঙ্গে ট্রাকের ধাক্কায় মৃত্যু হল মা ও পরিবারের আর এক মহিলার. মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নবগ্রাম থানার নারকেল বাড়ি এলাকায়. আজ বেলা ১১ টা নাগাদ নবগ্রামের বড় বাখান থেকে অনন্ত ঘোষ এর মোটর বাইকে করে গঙ্গা স্থানে যাচ্ছিলেন সত্যবতী ঘোষ ও আম রতি ঘোষ. পথে একটি ট্রাককে পাশ কাটাতে গিয়ে অন্য একটি ট্রাকের তলায় পড়ে যায় ওই দুজন মহিলা. ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের .ঘটনাস্থলে নবগ্রাম থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে মর্গে পাঠিয়েছে. ঘাতক ট্রাকটিকে ধরে জনতা l