মুর্শিদাবাদ – মুর্শিদাবাদের নবগ্রাম থানা এলাকায় পচা গলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল। মৃতের নাম বরুণ মণ্ডল (৩৮), তিনি নবগ্রামের চাণক গ্রামের বাসিন্দা। পরিবার সূত্রে জানা যায়, বরুণ মণ্ডল গত ১৭ আগস্ট থেকে নিখোঁজ ছিলেন। পরিবারের পক্ষ থেকে নবগ্রাম থানায় লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল।
আজ, মঙ্গলবার, চাণক ডাঙ্গাপাড়া ফরেস্ট এলাকা থেকে তাঁর পচাগলা দেহ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থলে ছুটে যায় নবগ্রাম থানার পুলিশ বাহিনী এবং মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
প্রাথমিক অনুমান, বরুণকে খুন করে জঙ্গলের মধ্যে ফেলে রাখা হয়েছে। এলাকাবাসীর দাবি, এই হত্যাকাণ্ডের সঙ্গে তাঁর স্ত্রীর যোগ থাকতে পারে। তাঁদের অভিযোগের তীর সরাসরি পরিবারের দিকেই।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়। ক্ষোভ উগরে দিয়ে স্থানীয়রা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তুলেছেন। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে নবগ্রাম থানার পুলিশ।
