নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৯শে সেপ্টেম্বরঃ ৩৪ নং জাতীয় সড়ক থেকে এবার বিপুল পরিমাণ নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার হল। মুর্শিদাবাদের সাগরদিঘী এলাকার মোর গ্রামের অন্তর্গত জাতীয় সড়ক ব্রিজের উপর একটি লরি থেকে উদ্ধার হল প্রায় ২০০০০টি কফ সিরাপের ফাইল। সাগরদিঘী থানার পুলিশের তৎপরতায় উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক মূল্য প্রায় ৫০ লাখ টাকা। সূত্রের খবর অনুযায়ী, আগরতলার দিকে যাচ্ছিল এই কফ সিরাপ ভর্তি লরিটি।
মুর্শিদাবাদের সাগরদীঘি থানার পুলিশ গোপন সূত্রে অভিযান চালিয়ে আটক করে প্রচুর নিষিদ্ধ কাফ সিরাপ। এখনও পর্যন্ত পুলিশ একজনকে অ্যারেস্ট করেছেl