মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ফের ভয়াবহ গঙ্গা ভাঙন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

মুর্শিদাবাদের সামসেরগঞ্জে ফের ভয়াবহ গঙ্গা ভাঙন, আতঙ্কে স্থানীয় বাসিন্দারা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মুর্শিদাবাদ – ফের ভয়াবহ গঙ্গা ভাঙনের কবলে পড়ল মুর্শিদাবাদের সামসেরগঞ্জ। বুধবার সকাল ন’টার পর থেকেই সামসেরগঞ্জের উত্তর চাচন্ড গ্রামে নতুন করে গঙ্গা ভাঙন শুরু হয়েছে। গঙ্গার গর্ভে তলিয়ে গেছে জয়দেব সরকার নামে এক ব্যক্তির বাড়ির একাংশ। ইতিমধ্যেই প্রায় পাঁচ থেকে সাতটি বাড়িতে ফাটল ধরেছে।

এলাকা জুড়ে নতুন করে আতঙ্ক তৈরি হয়েছে। বাড়িঘর ছেড়ে অন্যত্র সরে যাচ্ছেন সাধারণ মানুষ। যেকোনো মুহূর্তে আরও বেশ কিছু বাড়িঘর গঙ্গার গর্ভে তলিয়ে যেতে পারে। একইসঙ্গে আশঙ্কা রয়েছে গ্রামের একটি মন্দিরও ভাঙনের কবলে পড়তে পারে।

গঙ্গার ভাঙনের প্রভাবে বাঁধের ওপর নির্মিত ঢালাই রাস্তার একাংশও নদীগর্ভে তলিয়ে গেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থায়ও সমস্যা তৈরি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, প্রতি বছরই গঙ্গার ভাঙনে ক্ষতিগ্রস্ত হলেও স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয় না। ফলে আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামের বাসিন্দারা।

গত কয়েকদিন গঙ্গার জলস্তর কমতে শুরু করলেও হঠাৎ তিনদিন আগে থেকে আবার জলস্তর বৃদ্ধি পেয়েছে। এর ফলে নতুন করে ভাঙনের আশঙ্কা তৈরি হয়েছে।

জলস্তর বৃদ্ধির প্রভাবে উত্তর চাচন্ড গ্রামসহ আশেপাশের এলাকায় বাসিন্দারা নিরাপদ আশ্রয়ের খোঁজে অন্যত্র সরে যাচ্ছেন। বহু পরিবার ইতিমধ্যেই বাড়িঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছেন।

প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বলে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

বিশেষজ্ঞদের মতে, হঠাৎ জলস্তর বৃদ্ধি এবং নদীর প্রবাহের পরিবর্তন এই ভাঙনের মূল কারণ। তারা সতর্ক করে জানিয়েছেন, আগামী কয়েকদিন পরিস্থিতি আরও জটিল হতে পারে।

স্থানীয়রা প্রশাসনের কাছে দ্রুত ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। তারা আশঙ্কা করছেন, দ্রুত ব্যবস্থা না নিলে শতাধিক পরিবার গৃহহীন হয়ে পড়তে পারেন।

সামসেরগঞ্জে গঙ্গা ভাঙনের এই পরিস্থিতি আবারও স্পষ্ট করে দিয়েছে যে দীর্ঘমেয়াদি নদী বাঁধ ও সুরক্ষা প্রকল্পের প্রয়োজনীয়তা অনস্বীকার্য।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top