নিজস্ব সংবাদদাতা, সুতি, ২১ শে নভেম্বর : বুধবার দুপুরে মুর্শিদাবাদের সুতি থানার অন্তর্গত হিলোরা গ্রামে ট্রাক্টর উল্টে মৃত্যু হল একজনের, জখম আরও ১২ । মৃতের নাম মোস্তফা সেখ (১২), বাড়ি সুতি থানার ডাঙ্গাপাড়া গ্রামে ।
স্থানীয়রা জানিয়েছেন, বুধবার ছিল বিশ্ব নবি জন্মদিন, সেই জন্মদিন উপলক্ষে বীরভূম পাইকর গেছিল সুতি ডাঙ্গাপাড়া গ্রামের বেশ কিছু বাশিন্দা। নবী দিবস পালন করে ফিরে আসার সময় সুতির হিলোরা থেকে ডাঙ্গাপাড়া যাওয়ার পথে হিলোরা গ্রামের রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরের ট্রলি পাল্টি খেয়ে যায়
ঘটনার জেরে জখম হন ১৩ জন। তাদের সবাইকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই মোস্তফা সেখের মৃত্যু হয়। এছাড়াও গুরুতর জখম অবস্থায় ২ আশঙ্কাজনক হওয়ায় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে চিকিৎসা জন্য এবং বাকিদের চিকিৎসা চলছে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে