
নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ১লা অক্টোবর :মুর্শিদাবাদ সুতি থানার লখাই পুর গ্রামে বন্যা জলে প্লাবিত হয়ে বাড়ি ভেঙে মৃত্যু হল এক স্কুল ছাত্রর। ছাত্র নাম শুভজিৎ সরকার।
পরিবারের অভিযোগ কয়েক দিন ধরে লাগাতার ভারী বর্ষণের ফলে বাসলই নদীর জল ঢুকে পড়েছিল গ্রামে অধিকাংশ ভারী জলের তলায় । মঙ্গলবার শুভজিৎ সরকার নামে বাচ্চাটি ঘরের মধ্যে ছিল হঠাৎই তার বাড়ি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ি চাপা পড়ে যায় তাকে উদ্ধার করে পরিবারের লোকজনরা আশঙ্কাজনক অবস্থায় জঙ্গিপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। শিশু অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে ।মুর্শিদাবাদ জেলাতে এই প্রথম বন্যার ফলে মৃত্যু হল শিশুর।



















