নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৩ ই সেপ্টেম্বর : ৪টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ২৫ কিলো বারুদ সহ ২জন কে গ্রেপ্তার করলো সুতি থানার পুলিশ, জানা গিয়েছে গত কাল গভীর রাতে সুতি থানার জগতাই মোড় এলাকা থেকে ঐ ২ জন কে গ্রেপ্তার করে, তাদের কাছে থেকেই উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র ও বোম তৈরী করার মশলা, ধৃতদের নাম রফিকুল সেখ বাড়ি অরঙ্গাবাদ ও সুব্রত দাস বাড়ি রমাকান্তপুর।
কি উদ্দেশ্যে এই গুলি এলাকায় নিয়ে এসেছিলো, এদের সঙ্গে আরো কেউ জড়িত আছে কিনা তা ক্ষতিয়ে দেখছে সুতি থানার পুলিশ।পাশাপাশি ভারত বাংলাদের সিমান্ত ওপারের সঙ্গে কোনো যোগাযোগ আছে কিনা তা নজরে রাখছে সুতির পুলিশ।