মুর্শিদাবাদের ঐতিহ্যবাহী গণেশ জননী পূজো ঘিরে উন্মাদনা। প্রাচীন প্রথা মেনে মুর্শিদাবাদের অর্ধশতাব্দী পুরাতন ঐতিহ্যবাহী গণেশ জননী পূজো ঘিরে উন্মাদনা। মহাসমারোহে প্রায় অর্ধ শতাব্দী পুরাতন গনেশ জননী পুজো আয়োজন করা হল মুর্শিদাবাদের বড়ঞাতে।
পূজা উপলক্ষে বুধবার মেতে ওঠে জেলাবাসী থেকে শুরু করে স্থানীয় মানুষজন। বহু প্রাচীন প্রথা মেনেই গণেশ জননী পুজা ঘিরে উৎসবের আমেজে তৈরি হয়েছে এলাকায়। মন্দির প্রাঙ্গনে বসেছে মেলার আসর। সত্তরের দশকের শুরু থেকে এই পুজো শুরু করা হয়।
পুজা ঘিরে খোরজুনা সহ আসপাশের গ্রামের মানুষ জড়ো হয় মন্দির প্রঙ্গনে। বিগত বছরে করোনা পরিস্থিতির কারণে শুধুমাত্র রীতি মেনে পুজা হয়েছিল। এবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই প্রশাসনের নির্দেশ মেনে পুজোর পাশাপাশি, অনুষ্ঠানে মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।
আর ও পড়ুন ইউক্রেনে পূর্ণমাত্রায় হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে মস্কো
গণেশ জননী পুজো ও পুজো ঘিরে মেলা ও অনুষ্ঠানে সামিল হয়েছেন এলাকার ৮ থেকে ৮০ সব বয়সের মানুষ। তবে কোভিড বিধি মান্যতা দিয়ে, পূজো আয়োজন যেমন করা হয় তেমনি করোণা কে বিদায় জানানো জন্য আবেদন করেছেন গ্রামের বাসিন্দারা।
এবছর মেলায় বিভিন্ন রকম পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। মেলা দেখে আনন্দিত সাধারণ মানুষ জন। উদ্যোক্তা আশিস কুমার দে জানান, আমাদের এই পূজো দীর্ঘদিনের পুজো। প্রাচীন নিয়ম মেনে এই পূজো করা হচ্ছে। তবে কোভিড মহামারী পরিস্থিতি কারনে দুই বছর বন্ধ ছিল এবছর সপ্তাহ ব্যাপী এই মেলা আয়োজন করা হয়েছে “।