জেলা সফরে এসে রবিবার সন্ধ্যায় জেলায় একগুচ্ছ কালী পুজোর উদ্ধোধন করেলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, পাশাপাশি জেলা বাশীকে আগাম দীপাবলির শুভেচ্ছাও জানালেন পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী
এদিন সন্ধ্যায় বহরমপুর চালতিয়া এলাকায় শাস্ত্রী স্মৃতি সংডর ঘের শ্রীশ্রী শ্যামাপুজার শুভ উদ্বোধন করেন মন্ত্রী সুভেন্দু অধিকারী । মূলত এই পুজোর মূল উদ্যোক্তা জেলা তৃণমূল কংগ্রেস নেতা সত্যের চৌধুরী। এদিন পুজো উদ্ধোধনী পর্বে মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন সারগাছি আশ্রমের মহারাজ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা
এর পাশাপাশি এদিন খাগড়া কিশোর সংঘ পূজা কমিটির পুজোর আনুষ্ঠানিক উদ্ধোধন করেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার এই কমিটির পুজো ১৫তম বর্ষে পদাপন করলো। মূলত এই পুজো বহরমপুর শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা নারুগোপাল মুখার্জির পুজো বলে পরিচিত
এই বহরমপুরে কালী পুজোর উদ্ধোধন করে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে জান পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানেও আরও একটি কালী পুজোর উদ্ধোধন করেন তিনি। এই জেলা বাশিকে কালি পুজো দীপাবলির শুভেচ্ছা জানান পরিবহন মন্ত্রী