মুর্শিদাবাদে এক আইনজীবীকে ধারালো অস্ত্রের আঘাত করল তারই মক্কেল। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে মুর্শিদাবাদ জেলার ডোমকল মহাকুমা আদালত চত্বরে। আইনজীবীর নাম ওদুদ শেখ(৪৫)।
জানা যায় অভিযুক্ত সাইনুল সেখ মুকেশ এর (আই.পি.সি ধারা ৩৯৯) -এ মামলা চলছে দীর্ঘদিন ধরে তাই দিনের পর দিন বেল পাওয়ার আশ্বাসে সে টাকা দিয়ে যায় তার আইনজীবী ওদুদ সেখ কে। কিন্তু একের পর এক দিন পরিবর্তন হলেও বেল পাইনি অভিযুক্ত সাইনুল। এ দিনও সে বেলের আশায় এসেছিলেন ডোমকল আদালতে তার আইনজীবী ওদুদ সেখের কাছে। আইনজীবীর সাথে কথা বললে পরে সেটি ঝামেলায় পরিণত হয়। সেই ঝামেলা চলাকালীন টেবিলে পড়ে থাকা একটি ধারালো অস্ত্র তুলে মক্কেল একের পর এক আঘাত করে আইনজীবীর বুকে, মাথায় এবং পিঠে। চিৎকার চেঁচামেচিতে এলাকায় জড়ো হয় লোকজন। তারাই সে আইনজীবীকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে ডোমকল মহাকুমা হাসপাতাল ও পরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় । এই ঘটনার পরেই ঘটনাস্থল ছেড়ে চম্পট অভিযুক্ত সাইনুল শেখ।।