মুর্শিদাবাদে জোর কদমে চলছে পরিবেশ বিপ্লব সংগ্রাম

মুর্শিদাবাদে জোর কদমে চলছে পরিবেশ বিপ্লব সংগ্রাম

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ,১৬ডিসেম্বর,২০২০:মুর্শিদাবাদের প্রত্যন্ত অঞ্চলের  মাটির কাছাকাছি বেড়ে ওঠা এক চাষীর   ছেলে অর্ধেন্দু বিশ্বাস তার বন্ধু হুমায়ূন ও মিজানুরদের নিয়ে চালিয়ে যাচ্ছেন পরিবেশ বিপ্লবের সংগ্রাম। আগামী প্রজন্মের জন্য সুস্থ পৃথিবী রেখে যাওয়ার লক্ষ্যে জীবনে ১কোটি বৃক্ষ রোপনের উদ্দেশ্যে তিনশো পঁয়ষট্টি দিন বৃক্ষ রোপণ, চারাগাছ ও বীজ সংগ্রহ, চারাগাছ উৎপাদন, সেমিনার, মানুষকে সচেতন করে চলেছেন অর্ধেন্দু বিশ্বাস ও তার ছাত্রছাত্রীরা।

নিজের লেখা মুম্বাই আন্তর্জাতিক সাহিত্য উৎসবে বিবেচিত অন্যতম শ্রেষ্ঠ গল্প- বৃষ্টি চোর বা The Man Who Stole Rain থেকে অনুপ্রাণিত হয়ে ২০১৮ সালে শুরু করেন মিশন গ্রিন ইউনিভার্স বা সবুজ সংস্কৃতি অভিযান রাজ্যে ১ কোটি বৃক্ষ রোপন ও পরিবেশ রক্ষার জন্য মানুষকে সচেতন করার উদ্দেশ্যে। জন্মদিন বিবাহ বড়দিন মৃত্যু ক্রিয়া তথা সমস্ত অনুষ্ঠানে চারাগাছ উপহার দেওয়ার মাধ্যমে সবুজ সংস্কৃতি গড়ে তোলার স্বপ্ন দেখেন অর্ধেন্দু বিশ্বাস ও তার টিম। ইতি মধ্যে তার নেতৃত্বে মুর্শিদাবাদের বিভিন্ন স্থানে ও জেলার বাইরে লক্ষাধিক চারাগাছ উপহার ও রোপণ করা হয়েছে। তাঁকে সাহায্য করে তার এলাকার কিছু ছাত্রছাত্রী ও বন্ধুবান্ধবরা। যেকোনো স্থানে বীজ বা চারাগাছ নষ্ট হলে তিনি সংগ্রহ করে যত্ন করেন ও বিলি করেন। তার বাড়িটি ই আস্ত নার্সারি, সেখানে আম,জাম, পেয়ারা, বকুল, অর্জুন শিউলি বট পাকুর নিম,কদম প্রভৃতি ৫০ এর অধিক রকম চারাগাছ উৎপাদন হচ্ছে। প্রতিদিন বাড়ি থেকে বিনামূল্যে চারাগাছ বিতরণ করা হয়। নিজে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কিন্তু মাথার উপর ছাদ ওঠেনি টালি ও তিরিপলের বাড়িতে বাস করেন। তিনি বলেন গাছ যেমন হিন্দু মুসলিম ভেদাভেদ না করে অক্সিজেন সরবরাহ করে, আমাদের ও মিলেমিশে বসবাস করা উচিৎ। হিন্দু মুসলিম ভাই ভাই সবাই মিলে গাছ লাগাই। তিনি বিশ্বাস করেন একমাত্র পরিবেশ বিপ্লব ই পৃথিবীর শ্রেষ্ঠ ও শক্তিশালী বিপ্লব যা পৃথিবীকে সুস্থ রাখতে পারে।  যে পশুপাখিদের ঘর উজাড় করে আমাদের সন্তানদের অট্টালিকা নির্মাণ করছি তাতে আমাদের সন্তানরাও সুখে থাকতে পারবে না এবং এই বিশ্ব মহামারী তা প্রমাণ করে দিল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top