নিজস্ব সংবাদদাতা,মুর্শিদাবাদ, ২৩ শে জানুয়ারী : বৃহস্পতিবার নওদা ব্লক থেকে আর এস পি ছেড়ে প্রায় পনেরো জন কর্মী সমর্থক জেলা কংগ্রেসে কার্যালয়ে কংগ্ৰেসে যোগদান করেন। অন্যদিকে কান্দি টাউন ও ব্লক কংগ্ৰেসের পক্ষ থেকে কর্মীসভায় কান্দি পৌরসভার ৫নং ওয়ার্ড তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর হরেন্দ্রনাথ সাহা , প্রাক্তন কান্দি মহকুমা যুব তৃণমূল সভাপতি অলোক অধীকারী, প্রাক্তন শিক্ষক নেতা অনির্বাণ চৌধুরী সহ কর্মী সমর্থকরা অধীর চৌধুরীর হাত থেকে পতাকা তুলে নেন। পৌরভোটের আগে তৃণমূলের এই ভাঙন কতটা প্রভাব পরবে সেই দিকে তাকিয়ে রাজনৈতিক মহল।
মুর্শিদাবাদে বিভিন্ন দল থেকে কংগ্ৰেসে যোগদান
মুর্শিদাবাদে বিভিন্ন দল থেকে কংগ্ৰেসে যোগদান
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram