মুখ্যমন্ত্রী- ‘গদি মিডিয়ার প্রেম শেষ, বিজেপি সব দখল করেছে’—মুর্শিদাবাদ সফরের আগে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা।মুর্শিদাবাদে রওনা হওয়ার আগে একগুচ্ছ বিস্ফোরক মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেশজুড়ে সাম্প্রদায়িক উত্তেজনা, বিজেপির ‘দখলদারি’ রাজনীতি, রেল-প্রশাসন এবং সংবাদমাধ্যমের ভূমিকা—সব নিয়েই ক্ষোভ উগরে দিলেন তিনি। একইসঙ্গে জানালেন, মুর্শিদাবাদ সফরের সূচি আগেই নির্ধারিত ছিল, কিন্তু প্রাকৃতিক দুর্যোগ ও প্রশাসনিক প্রয়োজনের কারণে তা বিলম্বিত হয়েছে।“আমরা সাম্প্রদায়িক রাজনীতি সমর্থন করি না”—প্রথম কথা স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী।
