মুর্শিদাবাদে রেল কর্তৃপক্ষ রেল কলোনীর দীর্ঘ দিনের বসবাসকারীদের উচ্ছেদ করার পুনরায় চেষ্টা পাশে দাঁড়ান স্থানীয় বিধায়ক ও বিডিও

মুর্শিদাবাদে রেল কর্তৃপক্ষ রেল কলোনীর দীর্ঘ দিনের বসবাসকারীদের উচ্ছেদ করার পুনরায় চেষ্টা পাশে দাঁড়ান স্থানীয় বিধায়ক ও বিডিও

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

মুর্শিদাবাদে রেল কর্তৃপক্ষ রেল কলোনীর দীর্ঘ দিনের বসবাসকারীদের উচ্ছেদ করার পুনরায় চেষ্টা পাশে দাঁড়ান স্থানীয় বিধায়ক ও বিডিও। আজ ৯ই নভেম্বর বুধবার, মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা থানার নিমতলা রেলগেটের কাছে অপ্রয়োজনীয়ভাবে সাব ওয়ে করে হাজার হাজার মানুষের অসুবিধা করার চেষ্টা করেছে রেল কর্তৃপক্ষ বিজেপির কথামতো। ভগবানগোলা বিধানসভা বিধায়ক ইদ্রিস আলী জানান,অপ্রয়োজনীয় ভাবে ঐ সাব ওয়ে করলে হাজার হাজার মানুষের অসুবিধা হবে ।কারন ওটা নিচু জায়গা জল জমে থাকে।

 

বিজেপির কথা মতো মানুষের অসুবিধা করে রেল কর্তৃপক্ষ সাব ওয়ে করছে। আজকে খোড়াখুড়ি করতে এলে বিধায়ক ইদ্রিস আলী মোবাইল ফোনের মাধ্যমে রেল কর্তৃপক্ষকে পরের কাজ বন্ধ রাখতে বলেন । তিনি বলেন, আমি স্হানীয় বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার ভগবানগোলা থানার ওসি শ্রী দীপক হালদার এবং স্হানীয় মানুষদের নিয়ে কথা বলবো। তারপরে আমাদের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিধায়ক ইদ্রিস আলীর সঙ্গে স্হানীয় বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার এর সঙ্গে এ নিয়ে আলোচনা হয়।

 

আপতত: রেল কর্তৃপক্ষ কাজ বন্ধ রাখে,বিডিও পুলক কান্তি মজুমদার এবং ওসি দীপক হালদার এ ব্যাপারে মানবিক। উল্লেখ থাকে ভগবানগোলা দীর্ঘ দিনের রেল কলোনীর বসবাসকারীদের পুনরায় উচ্ছেদ করার চেষ্টা করছে। আরো উল্লেখ থাকে মাস কয়েক আগে বিজেপির চক্রান্তে রেল কর্তৃপক্ষ রেল কলোনীর মানুষদের কোন কারণ না দেখিয়েই উচ্ছেদ করতে এসেছিল তখনো বিধায়ক ইদ্রিস আলী, বিধায়ক মহ: আলী,বিডিও পুলক কান্তি মজুমদার,স্হানীয় ওসি দীপক হালদার উক্ত বেআইনী ভাবে উচ্ছেদকে বন্ধ করে দিয়েছিলেন। বিধায়ক ইদ্রিস আলী জানান ,

আরও পড়ুন – বাংলা ভাগের চক্রান্তের বিরোধিতা করলেন অভিনেতা মীর

বিডিও শ্রী পুলক কান্তি মজুমদার সঠিকভাবে রেল কর্তৃপক্ষকে বলেছেন, আপনাদের লিখিতভাবে জানাতে হবে,কিসের জন্য বা কি উন্নয়নের জন্য তিরিশ বছর এর বেশী রেল কলোনীর বাসিন্দাদের উচ্ছেদ করা হবে। বিধায়ক ইদ্রিস আলী আরো জানান, বহরমপুর মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভানেত্রী শ্রীমতি শাওনী সিংহ রায়, স্হানীয় সাংসদ, আবু সাইম রিপন,ইউনুস মোল্লা, শিক্ষক রামিজ রাজা , হাসান আলী, পন্চায়েত সদস্য আব্দুল হামিদ প্রমুখরা এই বেআইনি উচ্ছেদ এর বিরোধিতা করেন।

 

আরো উল্লেখ থাকে বিধায়ক ইদ্রিস আলী এর আগে পুনর্বাসন না কাউকে উচ্ছেদ করা যাবে না বলে রেল কর্তৃপক্ষকে লিখিত ভাবে জানিয়েছিলেন। তিনি আরও বলেন, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদেশ পুনর্বাসন না দিয়ে, দীর্ঘ দিনের বাসিন্দাদের উচ্ছেদ করা যাবে না। ভগবানগোলা বিধানসভার বিধায়ক ইদ্রিস আলী ভগবানগোলার উন্নয়ন নিয়ে বিশেষ করে রেল কলোনীর উচ্ছেদের ব্যাপারে, পশ্চিমবঙ্গ বিধানসভার স্পীকার মাননীয় শ্রী বিমান ব্যানাজীর সঙ্গে আজ দেখা করে আলোচনা করেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top