মুর্শিদাবাদ জেলায় বাইশটা আসনদিতে পারে দাবি মিম দলের

মুর্শিদাবাদ জেলায় বাইশটা আসনদিতে পারে দাবি মিম দলের

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা ১৬ জানুয়ারি ২০২১ মিম পার্টির কর্মী সভা বহরমপুর ঋত্বিক সদনে।সামনে বিধানসভায় মুর্শিদাবাদ কে পাখির চোখ করে রেখেছেন মিম পার্টির সুপ্রিমো আসাউদ্দিন ওয়েসি।

আজ বহরমপুর ঋত্বিক সদন মিমের কর্মীদের নিয়ে একটি সভা করা হয় ।উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিনিধি হায়দ্রাবাদ এক্স মাহিদ হোসেন সাহেব ,মুর্শিদাবাদ জেলা অবজারভার আসাদুল শেখ।তারা এই সভাতে কর্মীদের সামনে বিধানসভায় কোমর বেঁধে নেমে লড়াই করার আহ্বান জানান ।মুর্শিদাবাদ জেলায় বাইশটা আসনদিতে পারে মিম দল তার আগেই কর্মীদের উজ্জীবিত করতে আজ এই সম্মেলনের ডাক দিয়েছেন বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন….শিলিগুড়ি হাসপাতালে শুরু হলো করোনার টিকাকরণ

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top