মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বড়ঞা থানার কুলি তৃণমূল কংগ্রেস কার্যালয়ে বোমাবাজি। মঙ্গলবার রাত 2টো নাগাদ হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে কুলি এলাকা। আওয়াজ পেয়ে স্থানীয়রা এসে দেখেন কুলি তৃণমূল কংগ্রেস কার্যালয়ের দেওয়ালে তিনটি বোমা মারা হয়েছে।
এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বড়ঞা থানার পুলিশ। কে বা কারা বোমা মেরেছে এখনও পর্যন্ত কিছু স্পষ্ট হয় নি। বড়ঞা ব্লক তৃণমূল সভাপতি গোলাম মুর্শেদ বলেন কাল রাতে কিছু দুষ্কৃতী আমাদের কার্যালয়ে বোম মেরেছে । গোটা ঘটনার তদন্ত শুরু করেছে বড়ঞা থানার পুলিশ। গভীর রাত্রে এই বোমা বাজির ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।