
মুর্শিদাবাদ জেলার বহরমপুর ব্লকের মদনপুর গ্রাম পঞ্চায়েতের বিনা প্রতিদ্বন্দ্বিতা বোর্ড গঠন করলো তৃণমূল কংগ্রেস। এই এই বোর্ড গঠনের কর্মসূচীকে ঘিরে ব্যাপক উন্মাদনা ছিল এলাকায়। বোর্ড গঠনের পর বস্তাভর্তি সবুজ আবিরে রঙ্গীন হয়েছে রাজ্য সড়ক।। শুধু আবির নয় আতসবাজী ও বক্স বাজি আনন্দ উল্লাসে মাতলেন তারা। এদিন যে তৃণমূল কর্মীদের কাছে এক উত্সবের দিন বলে মনে হয়।।




















