মুর্শিদাবাদ জেলার সুতি ২ ব্লকের ৪০জন বালিকাবধূ দের নিয়ে প্রশিক্ষণ শুরু করলো চাইল্ড ইন নীড ইনস্টিটিউট সিনি

মুর্শিদাবাদ জেলার সুতি ২ ব্লকের ৪০জন বালিকাবধূ দের নিয়ে প্রশিক্ষণ শুরু করলো চাইল্ড ইন নীড ইনস্টিটিউট সিনি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

 

মুর্শিদাবাদ জেলার সুতি ২ ব্লকের ৪০জন বালিকাবধূ দের নিয়ে প্রশিক্ষণ শুরু করলো চাইল্ড ইন নীড ইনস্টিটিউট সিনি। সুতি ২ ব্লক প্রশাসন এর সহযোগিতায় সিনি ৪০জন মেয়ে নিয়ে বালিকাবধূ দল গঠন করে। এই বালিকাবধূ দের মধ্যে কেউ স্বামী পরিত্যক্ত, আবার অসুস্থতার জন্য স্বামী নেইনি। ব্লক প্রশাসনের সহযোগিতায় এই বালিকাবধূরা গ্রামে গ্রামে ঘুরে বাল্যবিবাহ বন্ধ জন্য সচেতনার প্রচার ক রে অল্প বয়সে তাদের বিয়ে হবার পর কি অবস্থা হয়েছে তাদের নিজেদের করুন কাহিনী বিদ্যালয়ে, পাড়ার মায়েদের সভায়, কিশোর কিশোরীদের সভায় তুলে ধরে। বাল্যবিবাহের খবর পেলে এই বালিকাবধূরা ছুটে যায় যাতে তাদের মতো অন্য বালিকার ক্ষতি না হয়। এরা সমাজ সচেতনার কাজ করলে ওশিশু শিক্ষা, শিশু সুরক্ষা, স্বাস্থ্য, পুষ্টি ও বাল্যবিবাহ আইন বিষয়ে আরো জানানার প্রয়োজন বালিকাবধূদের মধ্যে দেখা যায় তাই সিনি প্রশিক্ষণ এর ব্যবস্থা করে। বালিকাবধূ শম্পা দাস, রোজিনা খাতুন এরা বলে আমাদের প্রশিক্ষণ এর জন্য সিনি র দাদাকে বলে ছিলাম আমাদের প্রশিক্ষণ ব্যবস্থা করে।বালিকাবধূ দলের নেত্রী রূম্পা দাস বলেন সিনির প্রচেষ্টায় এবং ব্লক প্রশাসনের সহযোগিতায় আমরা নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি এবং সচেতনার কাজে আমাদের খুব ই ভালো লাগছে। অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর জয়ন্ত চৌধুরী বলেন বালিকাবধূদের একত্রি করে দল গঠন এরা যেমন বাল্যবিবাহ বন্ধের সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত হয়েছে তেমনি বাল্য বিবাহের পর বিভিন্ন শারীরিক সমস্যা হয় সে বিষয়ে জানানো হয় যাতে সমাজে গিয়ে বালিকাবধূরা বোঝাতে পারে। সিনির জেলা প্রশিক্ষক সুস্মিতা হাউলি এবং শ্রাবণী মুখার্জ্জী বালিকাবধূদের প্রশিক্ষণ দেন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top