নিজস্ব সংবাদদাতা,বহরমপুর ,২৭শে মে :দীর্ঘ প্রতিক্ষার পর সোমবার প্রকাশিত হ’ল উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল। ৭৪দিনের মধ্যেই প্রকাশিত উচ্চমাধ্যমিক ২০১৯শের মেধা তালিকা। মুর্শিদাবাদ জেলা থেকে যুগ্মভাবে পঞ্চম স্থান অধিকার করে তীর্থরাজ রায় ও প্রত্যয় দে। অন্যদিকে অষ্টম স্থান অধিকার করে নীলমণি সাহা। তারা তিন জনেই বহরমপুর জে.এন.একাডেমীর ছাত্র। পঞ্চম স্থানাধিকারীদের প্রাপ্ত নম্বর ৪৯১ ও অষ্টম স্থানাধিকারীর প্রাপ্ত নম্বর ৪৮৮। বাবা মায়ের ঐকান্তিক প্রচেষ্টা ও শিক্ষকদের সহযোগিতাই তিন কৃতী ছাত্রের সাফল্যের অন্যতম কারণ। জেলার এই তিন ছেলের রেজাল্টে পরিবার পরিজন থেকে বিদ্যালয়ের শিক্ষকরা সকলেই এককথায় খুশি ও গর্বিত।
মুর্শিদাবাদ জেলা থেকে যুগ্মভাবে পঞ্চম স্থান অধিকার করে তীর্থরাজ রায় ও প্রত্যয় দে
মুর্শিদাবাদ জেলা থেকে যুগ্মভাবে পঞ্চম স্থান অধিকার করে তীর্থরাজ রায় ও প্রত্যয় দে
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram