নিজস্ব সংবাদদাতা ২৪ জানুয়ারি ২০২১: ফের অগ্নিকাণ্ডের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়লো মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য এদিন সকালে মেডিক্যাল কলেজের ডায়ালিসিস বিভাগ থেকে ধোঁয়া ছড়াতে লক্ষ্য করা যায়।
স্বাভাবিকভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে রোগী ও রোগীর আত্মীয়পরিজনদের মধ্যে। হাসপাতাল কর্মীদের তৎপরতায় রোগী ও রোগীর আত্মীয় পরিজনদের নিরাপদে সরিয়ে দেওয়া হয়। প্রথমত হাসপাতাল কর্মীরাই আগুন নিভিয়ে ফেলতে সমর্থ হয়। অনুমান করা হচ্ছে সিলিংয়ের ওয়ারিং থেকে শর্টসার্কিট হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বলা যেতে পারে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রেহাই পাওয়া গেল ফের। ইতিমধ্যে বিষয়টি খতিয়ে দেখার জন্য ডাকা হয়েছে ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারদের। কিভাবে এই দুর্ঘটনা ঘটলো সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।